রাজ্যের খবর

মাঝ নদীতে বাঘমামাকে দেখে খুশি পর্যটকরা

Tourists happy to see tiger cub in the middle of the river

Truth Of Bengal:কলকাতা থেকে আসা আটজনের পর্যটকের দল এখন আহ্লাদে আটখানা। সুন্দরবন ঘুরতে এসে বাঘমামার দর্শন পেয়েছেন তাঁরা। দক্ষিণ রায় নদী সাঁতরে লাফ দিয়ে পাড়ে উঠে ঢুকে পড়ল বাদাবনে। শার্দূলের চলার ছন্দ দেখে মূগ্ধ পর্যটকরা। এই পর্যটকরা সজনেখালি থেকে বৈধ পাস নিয়ে সুবল গায়েনের বোর্ডে এবং বিক্রমাদিত্য মণ্ডলের দক্ষ গাইডে সুন্দরবনের সজনেখালি জঙ্গলে যাচ্ছিলেন।

সেখান থেকে ফেরার পথে আচমকাই তাঁদের চোখে ধরা পড়ে এক বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগার। সেই দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে তা লেন্সবন্দিও করেন তাঁরা। আর এমন বিশালাকার রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পেয়ে ও তা ক্যামেরাবন্দি করতে পেরে যেমন পর্যটকরা খুশি তেমনি, এই পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও গাইডরাও খুব খুশি। তাঁরা জানিয়েছেন, সুন্দরবনে বেড়াতে গিয়ে বাঘের দর্শন পাওয়া ভাগ্যের ব্যাপার। এবার বেশ কয়েকবার বাঘ মামা দর্শন দিয়েছেন পর্যটকদের। বাঘের এমন দেখা মেলায় সুন্দরবনে যেন পর্যটকদের ঢল নেমেছে। পর্যটকদের এই ঢল নামায় ব্যবসায়ীদের ব্যবসার রুজি রোজগারও বেড়ে গিয়েছে।

Related Articles