কান্দিতে খালে উল্টে গেল ছাত্রবোঝাই টোটো, আহত ৭ স্কুল ছাত্র
Toto truck loaded with students overturns in canal in Kandi, 7 school students injured

Truth Of Bengal: শুক্রবার সকালে মুর্শিদাবাদের কান্দি শহরের রুপপুর বানী সংঘ এলাকায় ঘটে গেল এক চাঞ্চল্যকর দুর্ঘটনা। একটি বেসরকারি স্কুলের ছাত্রদের নিয়ে চলন্ত একটি টোটো গাড়ি হঠাৎই উল্টে গিয়ে পড়ে স্বরূপ খালে। দুর্ঘটনায় আহত হয়েছে সাতজন স্কুল ছাত্র।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো এদিনও সকালে ছাত্রদের নিয়ে বানী সংঘ মাঠের কাছ থেকে বাড়ি ফিরছিল টোটোটি। পথে চালকের পায়ের জুতো খুলে গেলে তিনি জুতো আনতে নেমে পড়েন। ঠিক সেই সময় টোটোর এক ছাত্র ভুলবশত গাড়ির অ্যাক্সিলারেটর টিপে দিলে টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা খালে পড়ে যায়।
ঘটনার পরপরই এলাকার যুবকরা ছুটে এসে খালে নেমে উদ্ধার কাজ শুরু করেন। আহত ছাত্রদের দ্রুত কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর জানা গিয়েছে, সকলেই এখন স্থিতিশীল এবং সুস্থ রয়েছেন।
ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন কান্দি থানার আইসি মৃণাল সিনহা ও কান্দি পৌরসভার চেয়ারম্যান জয়দেব ঘটক। তাঁরা আহতদের খোঁজখবর নেন এবং পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করেন। এই দুর্ঘটনা নতুন করে স্কুলগামী ছাত্রদের পরিবহনে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।