মন্ত্রীর গাড়িতে টোটোর ধাক্কা, আহত মা-শিশু
Toto hits minister's car, mother and child injured

Truth Of Bengal: পশ্চিম মেদিনীপুরে রবিবার রাতে এক অপ্রত্যাশিত দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদার গাড়ির সঙ্গে যাত্রীবোঝাই একটি টোটোর ধাক্কা লাগে। রাত প্রায় ১০টা নাগাদ মেদিনীপুর শহরের গির্জা এলাকায় ঘটনাটি ঘটে।
সূত্রের খবর, একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে শহর থেকে বাড়ি ফিরছিলেন মন্ত্রী বীরবাহা হাঁসদা। গাড়িতে তাঁর মা চুনীবালা হাঁসদাও উপস্থিত ছিলেন। সেই সময় আচমকা একটি টোটো গাড়ির সামনে চলে আসে এবং নিয়ন্ত্রণ হারিয়ে চালকের দিকেই উল্টে যায়। টোটোটিতে থাকা এক মহিলা ও তাঁর ৯ মাসের শিশুটি রাস্তায় পড়ে গিয়ে সামান্য আহত হন।
ধাক্কায় মন্ত্রীর গাড়ির চালকের পাশের লুকিং গ্লাস ভেঙে যায়। দুর্ঘটনার পরপরই মন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে আহতদের উদ্ধার করেন এবং দ্রুত তাঁদের মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান।সেখানে প্রাথমিক চিকিৎসার পর মা ও শিশুকে ছেড়ে দেওয়া হয়েছে। এই মানবিক পদক্ষেপে মন্ত্রীর ভূয়সী প্রশংসা করছেন সাধারণ মানুষ। একইসঙ্গে, শহরের ব্যস্ত এলাকায় টোটোর বেপরোয়া চলাচল নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।