কলকাতারাজ্যের খবর
Trending

রাজ্যে ঢুকে পড়ল বর্ষা! আনন্দিত আমজনতা

Kolkata Weather Update

Story Highlights
  • আবহাওয়ার খবর
  • ঝড়বৃষ্টি

The Truth of Bengal: আগেই উত্তরবঙ্গে প্রবেশ করে বর্ষা। দক্ষিণবঙ্গে আসার পথে কয়েকদিন মালদায় থমকে ছিল বর্ষা। অবশেষে দক্ষিণবঙ্গে ঢুকল কাঙ্ক্ষিত সেই বর্ষা। টানা গরমের মাঝে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। সোমবার ভোর থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে মুষলধারে বৃষ্টি হয়। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে টানা কয়েকদিন। দীর্ঘ প্রতীক্ষার পরে অবশেষে দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ। কলকাতা সহ দক্ষিণবঙ্গের হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পশ্চিম বর্ধমানে বর্ষা প্রবেশ করেছে। দক্ষিণবঙ্গের আরও বেশ কিছু অংশে দু-তিন দিনের মধ্যে বর্ষার বৃষ্টি শুরু হবে।

সোমবার বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বুধবার বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং নদিয়াতে ভারী বৃষ্টি এবং বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ, দুই ২৪ পরগনা এবং দুই মেদিনীরপুরে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ক্যালেন্ডার মেনে ১২ জুন কলকাতায় বর্ষা ঢোকার কথা ছিল। উত্তরবঙ্গ হয়ে আসার পথে মালদার আকাশে আটকে থাকা সেই বর্ষা ৭দিন পর কলকাতায় প্রবেশ করল।

বর্ষার হাত ধরে উত্তরে টানা কয়েকদিন ভারী বৃষ্টি হচ্ছে। আগামী তিনদিন অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের ৫ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে। দক্ষিণ থেকে উত্তরে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প বয়ে যাচ্ছে। ফলে সেখানে ভারী বৃষ্টি হচ্ছে। সোমবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে যে বৃষ্টি হয়েছে তাকে প্রাক বৃষ্টির বর্ষা পরিস্থিতি বলছেন আবহবিদরা। আগামী কয়েক দিন এভাবেই বৃষ্টি চলবে একাধিক জেলায়। বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। সেই সঙ্গে আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি তাপমাত্রাও কমবে বলে পূর্বাভাস। বৃষ্টির দৌলতে অনেকটাই কমেছে তাপমাত্রা। টানা গরমে নাজেহাল বঙ্গবাসী আপাতত স্বস্তিতে।

Related Articles