ই-ভেহিকেলের ব্যবহার বাড়াতে উৎসাহ, চার্জিং স্টেশন গড়ছে কলকাতা পুরসভা
To increase the use of e-vehicles, the Kolkata Municipality is building charging stations

The Truth of Bengal : ব্যাটারিচালিত গাড়ির প্রসার বাড়াতে এবার সরকারি উদ্যোগে ইলেকট্রিক কার চার্জিং স্টেশন করতে চলেছে কলকাতা পুরসভা। কলকাতার চার প্রান্তে এবার পাওয়া যাবে কার চার্জিং স্টেশন। ইতিমধ্যে টেন্ডারের কাজ সম্পূর্ণ হয়েছে। খুব শীঘ্রই পুরসভার আলো ও বিদ্যুৎ বিভাগ ওয়ার্ক অর্ডার জারি করতে চলেছে বলে জানালেন বিভাগীয় মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী। জানা গিয়েছে,মধ্য কলকাতা হগ স্ট্রিটে বা নিউ মার্কেট অঞ্চলে হবে এই ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন।
পূর্ব কলকাতায় কাদাপাড়া-নারকেলডাঙা মেন রোডে এবং দক্ষিণ কলকাতায় গড়িয়াহাট ফ্লাইওভারের তলায় এবং কলকাতা পুরসভার সেন্ট্রাল স্টোর নোনাপুকুর অঞ্চলে থাকবে এই কার চার্জিং স্টেশন। এই ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনে সাধারণ মানুষের পাশাপাশি চার্জিং করতে পারবে কলকাতা পুরসভার সমস্ত গাড়ি। প্রসঙ্গত, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষ এখন ব্যাটারিচালিত গারিরদিকে ঝুঁকছে। ফলে বৃদ্ধি পেয়েছে ই-ভেহিকেলের ব্যবহার। কলকাতা পুরসভা গাড়ির খরচ কমাতে এবং ফাস্ট চার্জিংয়ের সুবিধা দিতেই এই ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশনের পরিকল্পনা করেছে বলে জানালেন মেয়র পরিষদ সন্দীপ রঞ্জন বক্সী।
পুরসভার উদ্যোগে গড়ে উঠতে চলা এই ফাস্ট চার্জিং-এর মাধ্যমে মাত্র ৫৪ মিনিটে একশো শতাংশ। গাড়ি চার্জ করতে সাধারণ মানুষকে মাত্র ১০ থেকে ১৫ টাকা প্রতি ইউনিট খরচ করতে হবে। বাইরে যেখানে বেসরকারি ভাবে অনেক বেশি খরচ হয়। সাধারণ মানুষের সুবিধার্থে দুর্গাপুজোর আগেই কলকাতা পুরসভার ইলেকট্রিক ভেহিকেল চার্জিং স্টেশন চালু হতে চলেছে।