রাজ্যের খবর

ভুতুড়ে ভোটার ধরতে মরিয়া জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস, তৈরি হলো বিশেষ দল

To catch ghost voters, Trinamool Congress formed a special party in Mariya Jaipur Block.

Truth Of Bengal: কৈলাস বিশ্বাস,বাঁকুড়া: এবার ভুতুড়ে ভোটার ধরতে মরিয়া বাঁকুড়ার জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেস। তৈরি করা হলো ৩২ জন সদস্যের একটি দল। সেই দলে রয়েছে বিধায়ক সহ ব্লক সভাপতি। এই বিশেষ দলের নেতৃত্ব দেবেন রাজ্য থেকে নির্বাচিত একজন সুপারভাইজার।

রাজ্যের বিভিন্ন প্রান্তে ভুতুড়ে ভোটার নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। এই জল্পনার মাঝেই এবার রাজ্য নির্দেশে জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভুতুড়ে ভোটার ধরতে একটি টিম গঠন করা হলো। এই টিমে রয়েছেন এলাকার বিধায়ক, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতি সভাপতি, প্রধান, অঞ্চল সভাপতি, জেলা পরিষদের সদস্যরা দের নিয়ে মোট ৩২ জন সদস্য। সেই টিমের নেতৃত্ব দেবেন রাজ্য থেকে নির্বাচিত একজন সুপারভাইজার। ব্লক লেবেলে এই টিমের পাশাপাশি জয়পুর ব্লকে ৯ টি গ্রাম পঞ্চায়েতেও তৈরি করা হবে একটি করে টিম। এই টিমে থাকবে অঞ্চল সভাপতি, প্রধান, অঞ্চল সদস্য, পঞ্চায়েত সমিতির সদস্যরা।

অঞ্চল ও বুথের টিমে কমপক্ষে ২০ জন করে সদস্য রাখতে হবে। এই সমস্ত টিম গুলিকে পরিচালন করবে ব্লকের সুপারভাইজার মহাদেব কুন্ডু। এই টিমের কাজ হবে এলাকার প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটার লিস্টে যাদের নাম আছে তা স্কুটনি করা। কোথাও যদি ভুতরে ভোটার থাকে, কোথাও যদি মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে থাকে বা কোথাও যদি একই ব্যক্তির ডবল এপিক নাম্বার থাকে এই ধরনের সমস্যাগুলি নোট বন্দি করে পঞ্চায়েত এবং ব্লক লেবেলের টিমকে তথ্য দেওয়া। সেই তথ্য সরাসরি পৌঁছে যাবে রাজ্যে। সেখান থেকে সেই তথ্য চলে যাওয়া হবে নির্বাচন কমিশনারের হাতে। তৃণমূল কংগ্রেসের দাবি বিধানসভা ভোটের আগে ১৭ তালিকা প্রকাশ করুক নির্বাচন কমিশন।

 

 

Related Articles