রাজ্যের খবর

জীবনদায়ী  ওষুধের মূল্য বৃদ্ধির প্রতিবাদে মুর্শিদাবাদে পথে নামল তৃণমূল

TMC takes to streets in Murshidabad to protest against price hike of life-saving medicines

Truth Of Bengal:  এক ধাক্কায় ৭৪৮ টি  নিত্য প্রয়োজনীয় ওষুধের মূল্য বৃদ্ধির কারণে  বিক্ষোভ ও প্রতিবাদে মুর্শিদাবাদ  জেলা তৃণমূল কংগ্রেস।  বর্তমান কেন্দ্র বিজেপি সরকার  রাজ্যের সাধারণ মানুষের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে  আজ জেলা জুড়ে  পথে নেমে প্রতিবাদ কর্মসূচি  তৃণমূল কংগ্রেসের।এদিন প্রতিবাদে পা মেলালো তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।

জেলা সদর বহরমপুর থেকে শুরু করে  কান্দি, রেজিনগর, বেলডাঙ্গা, সাগরদিঘী, ডোমকলে চলে এই বিক্ষোভ মিছিল।   সেখানে মুর্শিদাবাদ জেলার ২৬ টি ব্লকের মধ্যে  কমবেশি ১৫ থেকে ২০ টি ব্লকে   তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা  পথে নেমে  প্রতিবাদে সামিল হলেন।

এদিন শহর বহরমপুরে ১৯  নম্বর ওয়ার্ডের রাজ্য  তৃণমূল ছাত্রপরিষদের সাধারণ সম্পাদক    ভীষ্মদেভ কর্মকারের নেতৃত্বে ছাত্র যুব থেকে শুরু করে  শত শত তৃণমূল কংগ্রেস কর্মীরা  বহরমপুর শহর জুড়ে  ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে পথে নেমে করলেন প্রতিবাদ। অন্যদিকে  মুর্শিদাবাদ বহরমপুর তৃণমূল  সাংগঠনিক জেলার সভাপতি অপূর্ব সরকার  এর নেতৃত্বে  কান্দি শহরে  প্রতিবাদে সামিল হলো  শত শত তৃণমূল কংগ্রেস কর্মী।  তাদের দাবি একটাই  কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদে  প্রখর রোধকে উপেক্ষা করেও  পথে নেমে চলল প্রতিবাদ।

অপরদিকে  সাগরদিঘী পঞ্চায়েত সমিতির সভাপতি  মশিউর রহমানের নেতৃত্বে  সাগরদিঘির বাড়ালা অঞ্চলে তৃণমূল কর্মীরা  করলেন প্রতিবাদ। মুর্শিদাবাদের একেবারেই প্রত্যন্ত জায়গা  রেজিনগর,  সেখানেও তৃণমূল কংগ্রেস কর্মীরা  পথে নেমে করল প্রতিবাদ।  রেজিনগর বিধানসভার তৃণমূল নেতা আতাউর রহমানের নেতৃত্বে  রেজিনগর বাজার এলাকায় মিছিলে পায়ে পা মেলালেন  কয়েক হাজার তৃণমূল কংগ্রেস  কর্মী  কার্যত আজ বলা যেতে পারে  মুর্শিদাবাদ জেলা জুড়ে   প্রতিবাদে সামিল জেলা তৃণমূল কংগ্রেস। বহরমপুর সাংগঠনিক জেলা  তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার বলেন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে  বিগত দিনে  তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দানে ছিলো,  আগামী দিনেও থাকবে কিন্তু বর্তমানে হিংসার রাজনীতি করতে গিয়ে সাধারণ মানুষের অর্থাৎ জন সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে  জীবন দায়ী নিত্য প্রয়োজনীয় ওষুধ যার দাম বৃদ্ধির কারণে সমস্যায় পড়েছে সাধারণ মানুষ। অবিলম্বে কেন্দ্র সরকারকে  এই ওষুধের দাম কমাতে হবে  এর দাবিতে  এই আন্দোলন চলছে এবং আগামী দিনে আন্দোলন চালিয়ে যাবে বলেই জানিয়েছেন তিনি।

Related Articles