রাজ্যের খবর

ইডির নজরে তৃণমূল বিধায়ক, তলব পেয়ে সিজিওতে সুদীপ্ত রায়

TMC MLA Sudipto Roy appeared in CGO Complex after ED summon

Truth Of Bengal : ইডির নজর এবার তৃণমূল বিধায়ক সুদীপ্ত রায়ের দিকে। আজ তলব পেয়েই তদন্তকারী সংস্থার দফতরে হাজির হন তৃণমূল বিধায়ক। বৃহস্পতিবার দুপুরে শ্রীরামপুরের বিধায়ক সিজিওতে পৌঁছে যান তিনি। ইডি সূত্রে খবর, বিধায়কের বাড়িতে তল্লাশি চালিয়ে যে তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল, সেগুলি খোলার জন্যই সুদীপ্তকে ডাকা হয়েছিল। বাজেয়াপ্ত করা ফোন ব্যবহারকারীর সামনেই খোলা হয়।

সিজিওতে ঢোকার আগে সুদীপ্ত বলেন, “আরজি কর হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলির অভিযোগের ভিত্তিতে আমার বাড়িতে ইডি গিয়েছিল। আমার সঙ্গে দুর্নীতির কোনও সম্পর্ক নেই। আমায় ইডি ডেকেছিল। তাই এসেছি।”

Related Articles