রাজ্যের খবর

‘যাদের মাথার চুল কম তাদের বুদ্ধিও বেশি’ ‘টেকোদের সংবর্ধনা’, অভিনব উদ্যোগ তৃণমূল বিধায়কের

TMC MLA Saokat Molla felicitated bulkhead men with Panjabi and roses

Truth of Bengal: যেসব পুরুষ পুরুষদের মাথায় টাক পড়ে যায় তারা কত কি না করেন মাথায় চুল গজানোর জন্য। সেলুনে গিয়ে বিশেষকায় দেয় চুল কাটিয়ে টাক ঢাকার চেষ্টা করেন। কিন্তু এবার টাক পড়লেও লজ্জা পাওয়ার আর কোনো দরকার নেই, কারণ মাথায় চুল কম থাকায় টাক পড়ে গিয়েছে এমন ব্যক্তিদের একত্রিত করে বুধবার বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।

লক্ষ্মী পূজোর দিন বিধায়ক প্রায় ১০০ জনের মতন টেকো মানুষদের সংবর্ধনা দিলেন। কারুর মাথায় একদম চুল নেই কারোর মাথায় সামান্য চুল তাদের সবাইকেই এক জায়গায় জড়ো করে একটি করে গোলাপ ও একটি পাঞ্জাবী দিলেন তৃণমূল বিধায়ক। এই দিন বিধায়ক জানান” ক্যানিং পূর্বের দুটি অঞ্চলে প্রচুর টাক মাথার মানুষ রয়েছে। যাদের মাথার চুল কম তাদের বুদ্ধিও বেশি”। তাই তাদের সংবর্ধনা জানানো হয়েছে।আগামী দিনে গোটা বিধানসভা জুড়ে এই কর্মসূচি চলবে বলে জানান বিধায়ক শওকাত মোল্লা। এ ব্যাপারে উৎসাহ দিতে বিশেষ প্রতিযোগিতা করা হবে বলেও জানিয়েছেন তিনি।

Related Articles