ফের কুলতলিতে বাঘের আতঙ্ক, তল্লাশিতে নামল বনদফতর
খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন তল্লাশি অভিযান।
Truth Of Bengal: শীতের শুরুতেই দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্তপল্লী ও কিশোরীমোহনপুর গ্রামে ফের বাঘের আতঙ্ক ছড়াল। বৃহস্পতিবার সকালে মাঠের ধারে ও নদীর কাছে বাঘের পায়ের ছাপ দেখতে পান গ্রামবাসীরা। মুহূর্তে খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।স্থানীয়রা জানান, সকালে একজন বাসিন্দা মাঠে যাওয়ার সময় বাঘের পায়ের ছাপ দেখে সন্দেহ করেন।
দ্রুত খবর দেওয়া হয় মৈপীঠ কোস্টাল থানায় ও নলগরা বনদফতরে। খবর পেয়ে পুলিশ ও বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শুরু করেন তল্লাশি অভিযান। গ্রামবাসীদের নিরাপদ দূরত্বে রাখা হয়, নদীর ধারেও ভিড় সরিয়ে সার্চ অপারেশন চালানো হয়।বনদফতর সূত্রে জানা গেছে, আশপাশের এলাকায় খাঁচা পেতে বাঘ ধরার ব্যবস্থা করা হয়েছে। তবে আধিকারিকদের প্রাথমিক অনুমান—রাতেই লোকালয়ে ঢুকে সকাল নাগাদ বাঘটি জঙ্গলে ফিরে গেছে।
তবুও কোনও ঝুঁকি না নিয়ে ব্যাপক নজরদারি চলছে।স্থানীয় বাসিন্দাদের প্রশ্ন, জঙ্গলে কি খাদ্যের অভাব হচ্ছে? সেই কারণেই কি মাতলা-মাকড়ি নদী পেরিয়ে বাঘ বারবার লোকালয়ে চলে আসছে? উল্লেখ্য, কয়েক মাস আগেও দেউলবাড়ি গ্রামে এক ধানখেতে বাঘ ঢুকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছিল। তখনও বনদফতরের প্রচেষ্টায় দক্ষিণরায়কে জঙ্গলে ফেরানো সম্ভব হয়।এলাকাবাসীদের দাবি, যতক্ষণ না বাঘের অবস্থান নিশ্চিত হচ্ছে, ততক্ষণ ভয় কাটছে না। বনদফতর জানিয়েছে, পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হয়েছে এবং খুব শীঘ্রই বাঘটিকে খুঁজে পাওয়া যাবে বলে আশা করা যাচ্ছে।






