রাজ্যের খবর

তিন দিনের প্রাকৃতিক দুর্যোগে মাথায় হাত নদীয়ার মৃৎ শিল্পীদের

Three days of natural calamity, the pottery artists of Nadia have suffered

Truth Of Bengal: নদিয়া, মাধব দেবনাথ: তিন দিনের অতি ভারী বৃষ্টির জেরে মাথায় হাত মৃৎশিল্পীদের। সময় মত প্রতিমা তৈরি করতে পারবেন কিনা সেই নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। নদীয়ার বিভিন্ন কুমোরটুলিগুলি থেকে এমনই চিত্র ধরা পরল।

মৃৎ শিল্পীরা জানাচ্ছেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদেরকে হয়ত অনেক বিপদের সম্মুখীন হতে হবে। সময় মত প্রতিমা তৈরীর জন্য খরচা হবে বিপুল পরিমাণ। দুর্গা পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি, তার আগে একটানা প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় এখনও প্রতিমা শুকোতে পারছেন না তারা। ব্যবহার করতে হচ্ছে বিভিন্ন যন্ত্রাংশ, তাতে করে বিপুল পরিমাণে খরচা হওয়ার সম্ভাবনা।

একদিকে প্রতিমার সাজসজ্জা মূল্যবৃদ্ধি হয়েছে গত বছর থেকেই, কর্মচারীর সংখ্যাও দিন দিন কমে যাওয়ায় অর্ডার পেলেও প্রতিমা তৈরিতে অনেকটাই সমস্যা সম্মুখীন হতে হচ্ছে। তার উপর আবার প্রাকৃতিক দুর্যোগ। বেশিরভাগ পুজো উদ্যোক্তারা তাদের প্রতিমা মহালয়ার আগেই নিয়ে চলে যান মন্দিরে কিন্তু বেশিরভাগ প্রতিমা এখনো সম্পূর্ণ করা সম্ভব হয়নি অল্পবিস্তর শিল্পী নিয়েই দিনরাত এক করে কাজ করতে হচ্ছে তাদের। মৃত শিল্পীদের কথায়, অবিলম্বে এই প্রাকৃতিক দুর্যোগ যদি কেটে না যায় তাহলে বড়োসড়ো ক্ষতি হওয়া সম্ভাবনা থেকেই যাচ্ছে।

 

 

Related Articles