রাজ্যের খবর

৫০ লক্ষ টাকা চেয়ে হুমকি ফোন কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠকে

Threatened Union Minister Sanjay Seth by calling for Rs 50 lakhs

Truth Of Bengal: কেন্দ্রীয় মন্ত্রী সঞ্জয় শেঠকে হুমকি বার্তা পাঠানো হয়েছে। ৫০ লক্ষ টাকা দাবি করে বার্তা পাঠিয়েছে দুর্বৃত্তরা। এই বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী শেঠ বলেন, আমি পুলিশকে বিষয়টি জানিয়েছি। আমি প্রতিনিয়ত মানুষের সঙ্গে কথা বলছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বদা আমাদের জনগণের সেবা করার জন্য অক্লান্ত পরিশ্রম করতে অনুপ্রাণিত করেন। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। আমি শুক্রবার হুমকি ফোনটি পাই। সেখানে ৫০ লক্ষ টাকা চাওয়া হয়েছে। আমি এই সম্পর্কে ঝাড়খণ্ডের ডিজিপিকে জানিয়েছি।

কেন্দ্রের মোদি সরকারের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ এবং রাঁচি লোকসভা আসনের ভারতীয় জনতা পার্টির সাংসদ। টাকা চেয়ে হুমকি ফোনের বিষয়ে একটি এফআইআর দায়ের করা হয়েছে দিল্লিতে। হুমকিতে এমপির কাছে মোবাইল মেসেজের (এসএমএস) মাধ্যমে ৫০ লক্ষ টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। বার্তায় লাল সালামও উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছ, শুক্রবার বিকেল ৪টার দিকে প্রতিরক্ষা প্রতিমন্ত্রীকে তাঁর মোবাইলে হুমকি দেওয়া হয়। অপরিচিত নম্বর থেকে মেসেজ পাঠানো হয়েছে। এর পরে, তিনি দিল্লির একটি থানায় এফআইআর দায়ের করেন এবং ঝাড়খণ্ডের ডিজিপিকেও জানান।