রাজ্যের খবর

“এসব চলবে না”, ট্রেড লাইসেন্স ও মিউটেশন ফি বাড়ানো নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা

"This will not continue," the Chief Minister's stern message regarding the increase in trade license and mutation fees.

Truth of Bengal: সরকারকে না জানিয়েই ট্রেড লাইসেন্স ফি ও মিউটেশন ফি বাড়ানোর অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার শিলিগুড়িতে অনুষ্ঠিত ‘নর্থবেঙ্গল বিজনেস মিট ২০২৫’-এ ব্যবসায়ীদের মুখোমুখি হয়ে এসব অভিযোগ শুনেই কড়া বার্তা দিলেন তিনি।

কোচবিহার ব্যবসায়ী সমিতির প্রতিনিধি সুরজকুমার ঘোষ জানান, গত তিন বছরে ওই জেলায় ট্রেড লাইসেন্স ও অন্যান্য ফি অনেক বেড়ে গেছে। এই বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট বলেন, “আমি ফি বাড়াই না, জলের ওপরেও বাড়াতে দিই না। এটা হওয়া উচিত নয়।” সঙ্গে সঙ্গে তিনি মুখ্যসচিবকে নির্দেশ দেন বিষয়টি খতিয়ে দেখতে এবং সংশ্লিষ্ট ফাইল পাঠাতে।

শুধু কোচবিহার নয়, ডালখোলার ব্যবসায়ীরাও অভিযোগ করেন অনলাইন ট্রেড লাইসেন্স নেওয়ার পরেও তাঁদের ডেভেলপমেন্ট ফি দিতে বলা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, “এটা কেউ নিতে পারে না। সবাইকে জানিয়ে দাও।” এরপরই তিনি মন্তব্য করেন, “অনেক জায়গায় স্থানীয়রা একটু বেশি পাওয়ারফুল হয়ে যায়। ওরা নিজেদের ইনকামের জন্য এসব করে। কিন্তু আমরা এসব সমর্থন করি না।”

এছাড়াও পুলিশ নিয়ে অভিযোগ তুলেছেন উত্তর দিনাজপুরের ব্যবসায়ী শংকর কুন্ডু। তিনি জানান, শিল্পপতিদের গাড়ি চলাচলের সময় টোল, জিএসটি ও পুলিশের হয়রানিতে খরচ অনেক বেড়ে যায়। জবাবে মুখ্যমন্ত্রী জানান, টোল ও জিএসটি কেন্দ্রীয় সরকারের বিষয়। তবে পুলিশ যেন কোনোরকম টাকা না নেয়, তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনকে সতর্ক করেন।

মুখ্যমন্ত্রীর বার্তা স্পষ্ট—শিল্পে বিনিয়োগ আনতে হলে এসব বাড়তি চাপ ও হয়রানি চলবে না। তাঁর কথায় উঠে এল একটি শিল্পবান্ধব বাংলার দিশা।

Related Articles