এবার ভোটার ইস্যুতে মুখ খুললেন শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সভাপতি বিধায়ক অরিন্দম গুঁইন
This time, MLA Arindam Guin, the president of Serampore Lok Sabha constituency, opened his mouth on the voter issue.

Truth Of Bengal: তরুণ মুখোপাধ্যায়, হুগলিঃ বৃহস্পতিবার হুগলির শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সভাপতি বিধায়ক অরিন্দম গুঁইন তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বাংলার ভোট রক্ষা সাংবাদিক সম্মেলনে ভুয়ো ভোটার ইস্যুতে মুখ খুললেন। এদিন ভোটার ইস্যুতে বিজেপিকে নিশানা করেছেন তিনি।
বৃহস্পতিবার হুগলি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সভাপতি বিধায়ক অরিন্দম গুঁইন তৃণমূল কংগ্রেসের কর্মসূচিতে বাংলার ভোট রক্ষা সাংবাদিক সম্মেলনে এসে বাংলার প্রতিটি মানুষকে সচেতন করলেন। তিনি বলেছেন, “দিল্লি এবং মহারাষ্ট এবং রাজস্থানে ভুয়ো ভোটার ঢুকিয়ে বিজেপি নির্বাচন বৈতরণী পার হয়েছে, পশ্চিমবঙ্গ সেটা হবে না। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগে থেকে এই ষড়যন্ত্রটা ধরে ফেলেছেন এবং আমাদের সমস্ত কর্মীকে নির্দেশ দিয়েছেন যেকোনো মূল্যে ভুয়ো ভোটারদের ধরতে হবে। সেইমতো ইতিমধ্যে আমরা কাজ আরম্ভ করে দেখতে পাচ্ছি হাজার হাজার এই ধরনের ভোটার যাদের এপিক নম্বরের সঙ্গে বিভিন্ন রাজ্যের ভোটারদের এপিক এক । এই সমস্ত বিষয়গুলোকে আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে জানাবো এবং নির্বাচন কমিশনে যাব। এই ধরনের অগণিতান্তিক কাজ গুলোকে যে কোন মূল্যে আমরা রুখবো।”
শ্রীরামপুর হুগলি লোকসভা কেন্দ্রের চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী বিধায়ক অসীমা পাত্র বলেছেন, দিদির দূতে বিএল এ যারা আছেন তারা প্রতিটি বাড়ি যাবে এবং সেখানে গিয়ে প্রকৃত ভোটারদের যারা আছেন সেগুলি দেখবেন। সে ক্ষেত্রে যদি ভুয়ো ভোটার থাকে সেগুলিকে দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠানো হয়। এই দিদির দূত অ্যাপ এর মাধ্যমে।