R G Kar Case: অভিশপ্ত সেই রাতে কথা হয়েছিল তাদের! সিবিআই স্ক্যানারে এবার কে?
They talked that damned night

Truth Of Bengal : শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা দেশজুড়ে আলোচনায়। এবার প্রকাশ্যে এল এক চাঞ্চল্যকর তথ্য। কী সেই তথ্য?এবার নাকি সিবিআইয়ের নজরে এসেছে এক পুলিশকর্মী। মঙ্গলবার অর্থাৎ আজ এএসআই অনুপ দত্তকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছিল। তিনি নাকি আজ হাজিরাও দিয়েছেন। বর্তমানে তাকে এখনও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্রের খবর, পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নের বারাকে অভিযুক্ত সঞ্জয়ের সাথে অনুপ থাকতেন। সেদিনের ওই ঘটনার পরই নাকি এই পুলিশ কর্মীকে তিনি ফোন করেছিলেন। তাহলেকি এই ঘটনার সাথে অনুপের কোন যোগসুত্র রয়েছে? উত্তরের সন্ধানে সিবিআই।
এদিন সিজিও কমপ্লেক্সে হাজিরা এসেছিলেন পুলিশের ফোর্থ ব্যাটেলিয়নে এএসআই অনুপ দত্ত। মজার ব্যপারটি হল সেখানে সংবাদমাধ্যমকে দেখে একছুটে দৌড় লাগিয়ে সিজিও কমপ্লেক্সে- এর ভেতরে পৌঁছান অনুপ। সাংবাদিকরা তাঁকে দৌড় দিতে দেখে একাধিক প্রশ্ন করলে তিনি সেসব প্রশ্নের কোন উত্তর না দিয়েই চলে যান তিনি।
সূত্রের খবর, গত ৮ আগস্ট সেই অভিশপ্ত রাতে অনুপকেই ফোন করেছিল সঞ্জয়। সেই রাতে কী কথা হয়েছিল দুজনের?