রাজ্যের খবর

নিজের বাড়ি থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়

There is a sensation in the area surrounding the recovery of the old woman's rotting body from her home

The Truth Of Bengal : হাওড়া : দেবাশীষ গুছাইত : বাড়ির ভেতর থেকে বৃদ্ধার পচাগলা দেহ উদ্ধার। ঘটনাটি ঘটেছে হাওড়ার তাঁতিপাড়া এলাকায়। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, ৮ নম্বর তিব্বতিবাবা লেন বাড়ির ভেতর থেকে পচা দুর্গন্ধ ছড়ালে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। স্থানীয়রা খবর দেন টালিগঞ্জের বাসিন্দা বরুণ ব্যানার্জিকে। তিনি এসে ঘরের ভেতরে ঢুকে দেখেন তাঁর দিদি মিনতি মুখার্জি (৭০)র পচাগলা দেহ মেঝেতে পড়ে আছে। ঘরের ভেতরে বিস্তীর্ণ জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে রক্ত রস। তাঁর বছর ৪৫ এর ভাগ্নি কাকলী মুখার্জি অন্য একটি ঘরের ভেতরে দরজা বন্ধ করে বসে রয়েছে। মামা বরুণ ব্যানার্জির দাবি তাঁর ভাগ্নি মানসিক ভারসাম্যহীন।

খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় চ্যাটার্জীহাট থানার পুলিশ। পুলিশ গিয়ে খতিয়ে দেখে বিষয়টি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেহটি বেশ কয়দিন আগে থেকে সেখানে পরে রয়েছে। এদিকে মৃতার মেয়েকে পুলিশ ডাকাডাকি করলেও তিনি কোনো সহযোগিতা করছেন না বলে দাবি পুলিশের। দেহটি উদ্ধার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা রুজু করেছে।

Related Articles