বাংলায় এখন বনধ হয়না, বনধ সংস্কৃতিকে বিদায় জানানো হয়েছে
There are no more bandhs in Bengal, the bandh culture has been said goodbye

Truth Of Bengal: শিল্পের অনুকূল পরিবেশ বাংলায় রয়েছে। আগে কথায় কথায় বনধ হতো। বাংলার কর্মসংস্কৃতি লাটে উঠে গিয়েছিল। তাই বাংলা থেকে শিল্প গুটিয়ে নিয়েছিলেন অনেক শিল্পপতি। শিল্পপতিদের কাছে বাংলা নিয়ে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। ২০১১ সালে রাজ্যে পরিবর্তনের পর থেকে সেই বনধ কালচারকে উঠিয়ে দেওয়া হয়েছে। বাংলায় ফিরিয়ে আনা হয়েছে কর্মসংস্কৃতি।
কথায় কথায় এখন আর কারখানার গেটে ধর্মঘট হয় না। শিল্প বান্ধব পরিবেশ বাংলায়। বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন বিরোধীদের আক্রমণের জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যারা বাংলার এই শিল্প সম্মেলন নিয়ে রাজ্যকে সমালোচনা করে তাদের জবাব দিয়েছেন।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলাকে দেখে এখন অন্যরাও শিল্প সম্মেলন করছে। আগামী প্রজন্মের জন্যই এই শিল্প সম্মেলন। ক্ষুদ্র মাঝারি শিল্প, চর্ম শিল্প সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলা এক নম্বরে তা জানিয়ে দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী এদিন বলেন বিনিয়োগের সেরা রাজ্য বাংলা। বাংলা বিভাজনের রাজনীতি পছন্দ করেনা। বৈচিত্রের মধ্যে ঐক্য আমাদের শক্তি।