বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে বহু প্রাচীন গির্জা, যাবেন নাকি সে সব গির্জায়
There are many ancient churches scattered across Bengal, should you visit them all?

Truth Of Bengal: ১) সেন্ট পলস ক্যাথিড্রাল: চার্চ অফ নর্থ ইন্ডিয়ার অধীনে কলকাতার ঐতিহ্যবাহী গির্জা সেন্ট পলস ক্যাথিড্রাল। গথিক স্থাপত্যশৈলীতে নির্মিত এই বিশেষ গির্জা। পল দ্য আপোস্টলের নামে উৎসর্গীকৃত এই গির্জা কলকাতার সর্ববৃহৎ গির্জা। এটি এশিয়ার সবচেয়ে প্রথম তৈরি হওয়া অ্যাঙ্গলিকান ক্যাথিড্রাল। ব্রিটিশ আমলে নির্মিত এই গির্জা ব্রিটেনের বাইরে নির্মিত প্রথম গির্জা। এর নির্মাণকাজ শেষ হয় ১৮৪৭ সালে। ১৮৯৭ ও ১৯৩৪ সালের ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয় এই গির্জা
২) ব্যান্ডেল চার্চ: পশ্চিমবঙ্গের অন্যতম প্রাচীন গির্জা হল ব্যান্ডেল চার্চ। এই গির্জার পোশাকি নাম হল দ্য ব্যাসিলিকা অফ দ্য হোলি রোজারি। বাংলায় পর্তুগিজ উপনিবেশ ছিল ব্যান্ডেলে। সে সময় ১৫৯৯ সালে তৈরি হয় এই গির্জা। নোসা সেনহোরা দো রোজারিও বা আওয়ার লেডি অফ দ্য রোজারি। এটি কলকাতার রোমান ক্যাথলিক আর্চডায়োসেসের অঙ্গ।
৩) দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চ: স্কটিশ সন্তর নামে ১৮৪৩ সালে তৈরি হয় দার্জিলিংয়ের সেন্ট অ্যান্ড্রুজ চার্চ। ১৮৬৭ সালে ভয়াবহ বজ্রপাতে নষ্ট হয়ে যায় গির্জা। ১৮৭৩ সালে স্কটিশ সেনা ও চা বাগানের শ্রমিকদের জন্য নতুন করে গড়ে তোলা হয় এই গির্জা। অসাধারণ ক্লক টাওয়ার রয়েছে। ব্রিটিশ গির্জা স্থাপত্যর অনবদ্য নিদর্শন সেন্ট অ্যান্ড্রুজ চার্চ দার্জিলিংয়ের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র।
৪) কলকাতার সেন্ট জন চার্চ: কলকাতাকে ব্রিটিশরা দেশের রাজধানী হিসাবে গড়ে তোলার পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় প্রথম যে অনবদ্য স্থাপত্য গড়ে তা হল কলকাতার সেন্ট জন চার্চ। শোভাবাজার রাজবাড়ির নবকৃষ্ণ দেবের দান করা জমির ওপর লন্ডনের সেন্ট মার্টিন ইন দ্য ফিল্ডস গির্জার অনুকরণে ১৭৮৭ সালে তৈরি হয় এই গির্জা। ১৮৪৭ সাল পর্যন্ত এটি কলকাতার অ্যাঙ্গলিকান ক্যাথিড্রাল ছিল। আর্মেনিয়ান চার্চ অফ দ্য হোলি নাজারেথ আর ওল্ড মিশন চার্চের পর এটি কলকাতার তৃতীয় সবচেয়ে পুরোনো গির্জা।
৫) দ্য আর্মেনিয়ান হোলি চার্চ অফ নাজারেথ: ১৮ শতকে নির্মিত এই আর্মেনিয়ান অ্যাপোস্টলিক গির্জা কলকাতার সবচেয়ে পুরোনো গির্জা। ১৬৮৮ সালে প্রথম নির্মিত হয়। ১৭০৭ সালে বিধ্বংসী আগুনে পুড়ে যাওয়ার পর এই গির্জা নতুন করে গড়ে তোলা হয় ১৭২৪ সালে।
৬) সেন্ট জেমস চার্চ: কলকাতার অন্যতম প্রাচীন গির্জা সেন্ট জেমস চার্চের অপর নাম জোড়া গির্জা। ১৮৬২ সালে প্রথম নির্মিত হয়।
৭) চন্দননগরের দ্য সেক্রেড হার্ট চার্চ: চন্দননগরের দ্য সেক্রেড হার্ট চার্চ হল ফরাসি স্থাপত্যর অনবদ্য নিদর্শন। ফরাসি স্থপতি জাক দুচাৎজ এই গির্জা নির্মাণ করেন।
৮) কলকাতার ওল্ড মিশন চার্চ: সুইডিশ লুথেরান মিশনারি জোহান জাচারিয়াহ কিয়েরনান্ডার ১৭৭০ সালে তৈরি করেন ওল্ড মিশন চার্চ। এটি কলকাতার সবচেয়ে পুরোনো প্রোটেস্টেন্ট্যান্ট চার্চ তথা শহরের দ্বিতীয় সবচেয়ে পুরোনো গির্জা। লাল ইট দিয়ে তৈরি বলে লোকমুখে লাল গির্জা বলে পরিচিত।