কাজ মাঝে থমকে গেলেও ফের শুরু ফেরি ঘাটের কাজ,খুশি এলাকার মানুষ
The work of ferry wharf has started again

Truth of Bengal: চলতি বছরের ৭ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ হাওড়ার পোদরা গঙ্গার ঘাট ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন। সেই কাজ মাঝে থমকে গেলেও ফের নতুন করে ফেরি ঘাটের কাজ শুরু হলো। খুশি এলাকার মানুষ। মুখ্যমন্ত্রীর উদ্বোধন করার ৬ মাসের মধ্যে বন্ধ হয়ে যাওয়া ফেরি ঘাটের কাজ শুরু হলো নতুন ভাবে। গত ৭ ফ্রেব্রিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাঁতরাগাছি বাসস্ট্যান্ড থেকে প্রশাসনিক সভা থেকে পরিষেবা প্রদান ও প্রকল্পের সূচনা করেন।
তার মধ্যে দক্ষিণ হাওড়া বিধানসভার মধ্যে পোদরা গঙ্গার ঘাট ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন। সেই ঘাট পাকাপোক্তভাবে তৈরির জন্য কাজ শুরু হলো। স্থানীয়দের কাছ থেকে জানা গেছে গত প্রায় ১০ – ১২ বছর আগে দুর্ঘটনা ঘটার জন্য ও আইনি জটিলতা তৈরির জন্য ফেরি সার্ভিস বন্ধ হয়ে যায়।
যখন ফেরি সার্ভিস চালু ছিল বেশ কিছু অঞ্চলের রেডিমেট জামা কাপড় তৈরির ব্যবসায়ীরা এই ঘাট থেকে ওপারে রাজা বাগান ঘাট থেকে কলকাতায় সরাসরি ব্যবসা করতে যেতেন। অনেকটাই সুবিধা হত এই ব্যবসায়ীদের। বন্ধ হয়ে যাওয়ার পরে অনেকটাই সমস্যায় পড়তে হয় এই ব্যবসায়ীদের নিত্য যাত্রীদের। বিকল্প হিসাবে নাজিরগঞ্জ ফেরি সার্ভিসই এখন ভরসা।
এই ঘাট থেকে যাতায়াত করতে হয় যা অনেকটা ঘুর পথ হয় সময়টা বেশি লাগে এবং এই একটা ঘাট হওয়ার জন্য অনেক ভিড় বাড়ে। তাই মুখ্যমন্ত্রী সকলের কথা ভেবেছেন এলাকার বাসিন্দারা এবং ব্যবসায়ীরা ও নিত্য যাত্রীরা সকলেই খুশি। এই ফেরি সার্ভিস চালু হলে যারা সাইকেল বাইক জমা রাখেন এবং চায়ের দোকান চালাতো আবারো তারা দু পয়সার মুখ দেখতে পাবেন। আবারো জমজমাট হয়ে উঠবে এই পোদরা ফেরি সার্ভিস ঘাট।