রাজ্যের খবর

প্রচারে বেরিয়ে আমজনতাকে ‘চুমু’! দেখুন বিজেপি প্রার্থীর ‘চুমু’ খাওয়ার দৃশ্য

Scene of BJP candidate 'kissing' has come to light

The Truth of Bengal: প্রকাশ্যে এসেছে বিজেপি প্রার্থীর ‘চুমু’ খাওয়ার দৃশ্য। আর প্রচারে বেরিয়ে যেভাবে জনসংযোগ করছেন তা এখন ভাইরাল হয়ে উঠেছে নেট দুনিয়ায়। উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ খগেন মুর্মু। এবারের লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ফের প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক যুবতীকে প্রকাশ্যেই চুম্বনরত অবস্থায় দেখা যায় বিজেপি প্রার্থী খগেন মুর্মুকে। নেটিজেনরা বলছেন, ভাইরাল হওয়া একটি ছবিতে তাঁকে দেখা গিয়েছে ঠোঁটে ঠোঁট রেখে অন্তরঙ্গ এবং আবেগঘন চুমুতে লিপ্ত হতেও। গালে গাল ঠেকিয়ে ওই যুবতীকে চুমু খেতেও দেখা যায় বিজেপির বিদায়ী সাংসদকে।

প্রচারে বেরিয়ে হঠাৎ এই ‘চুমু’ কেন? এই ‘চুমু’র মধ্যে আসল রহস্য কী? কিসের সম্পর্ক তাদের মধ্যে? এই নিয়ে নানা ধরনের চর্চা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া জুড়ে এই নিয়ে নানান গসিপ ছড়িয়ে পড়েছে। আবার অনেক নেটিজেন বলছেন, এটি ঠিক প্রেমের চুম্বন নয়, বরং এটি সৌজন্যমূলক চুম্বন। আবার করে অনেকে বলছেন, প্রচারে বেরিয়ে তপ্ত গরমে একটু শীতলতার সন্ধান আর কী! অনেকে মশকরা করে বলছেন, চুমু খেলে কমে যায় উচ্চরক্তচাপ, হাইপারটেনশন এবং দুশ্চিন্তার মতো বিভিন্ন ব্যধি। আসলে নির্বাচনের ধকল, দুশ্চিন্তা থেকে মুক্তি পেতে এই আর কী! সোশ্যাল মিডিয়া ঘিরে শুধু বিজেপির বিদায়ী সাংসদ তথা উওর মালদার বিজেপির প্রার্থী খগেন মুর্মুর বিতর্কিত ছবি।

মালদায় প্রচারে বেরিয়ি বিতর্কে জড়ালেন উত্তর মালদার বিজেপি প্রার্থী খগেন মুর্মু। সোমবার রাত থেকে চাঁচলের সিহিপুর গ্রামের তাঁর একটি ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পরে। মঙ্গলবার সকাল থেকেই সে ছবি নিয়ে হইচই পড়েছে জেলা জুড়েই। একই সঙ্গে জেলায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোরও। সম্প্রতি, হবিবপুরের কেন্দপুকুরে প্রকাশ্য জনসভা থেকে উত্তর মালদার তৃণমূল প্রার্থীকে শাহজাহান শেখের সঙ্গে তুলনা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তাঁর মন্তব্যের পরেই, খগেন মুর্মুর আপত্তিকর ছবি তৃণমূলের সমাজ মাধ্যমে পোস্ট নিয়ে চর্চা শুরু হয়েছে মালদায়।

Related Articles