গ্রামের শালিক পাখির মনমুগ্ধকর কথায় আপ্লুত এলাকাবাসী
The villagers are impressed by the mesmerizing words of the village Shalik bird

Truth Of Bengal : দক্ষিণ চব্বিশ পরগনা : জাহেদ মিস্ত্রী : বাবা, মা শিস্ দেওয়া এটা প্রতিদিনের রুটিন ব্যাপার। ইচ্ছা হলে মাঝে মধ্যে গান শোনায়। তবে তার পাশ দিয়ে রাস্তার লোক গেলে ঝগড়া করতে নাকি ছাড়ে না এই শালিক পাখি।
হ্যাঁ এমনই ঘটনা ঘটছে দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি তৃতীয় খন্ড গ্রাম পঞ্চায়ে এলাকায়।
এই এলাকায় এক দম্পতির বাস। ১বছর আগে ছোট্ট একটি শালিক পাখিকে রাস্তায় পড়ে থাকতে দেখে বৃদ্ধা বাড়িতে নিয়ে এসে সেবা সুশ্রূষা করে বাঁচিয়ে তোলে। নাম দেয় ময়না। তারপর থেকেই পাখিটি আস্তে আস্তে বড় হয়েছে এই বাড়িতে। তবে সব সময় ছাড়া থাকলেও কোথাও কোনদিন পালিয়ে যায়নি। আর সেই পাখি এখন এদের নিজের সন্তানের মত বড় হচ্ছে। তাদেরকেই বাবা মা বলে ডাকে শিস দিয়ে। গানের সুর ধরে। আবার রাস্তা দিয়ে লোক গেলে তাদেরকে বোকাঝকা করে।
আর সেই পাখির কথা এখন এলাকাবাসীর মুখে মুখে।