রাজ্যের খবর

আবহাওয়ার বদলের সুর! গরমের মাঝে ছিটেফোঁটা বৃষ্টি, মিলবে কি স্বস্তি?

The tune of the changing weather! A few drops of rain in the midst of the heat, will it bring relief?

Truth Of Bengal: চলতি বছরের মে মাস যেন প্রতিদিন নতুন করে আবহাওয়ার ছবি আঁকছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গে একদিকে প্রবল তাপপ্রবাহে পুড়ছে একাধিক জেলা, অন্যদিকে উত্তরবঙ্গে জমছে ঘন মেঘ, কোথাও কোথাও শুরু হয়েছে ঝড়-বৃষ্টি। স্বস্তির পরশ থাকলেও অস্বস্তির রেখাও প্রকট।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছাড়াতে পারে। এই ছয় জেলায় ইতিমধ্যেই জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা।

তবে একইসঙ্গে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ জেলায় মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস। এই সব জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি হয়েছে।

মহানগরে সোমবারের সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৯ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। মঙ্গলবারও একই অবস্থা বজায় থাকবে বলে অনুমান। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ থেকে ২৯ ডিগ্রির মধ্যে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা সহ অধিকাংশ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

উত্তরবঙ্গে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেইসঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তবে মালদা ও দক্ষিণ দিনাজপুরে গরমের প্রকোপ এখনও বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গের বাকি অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও উল্লেখযোগ্য তাপমাত্রা হ্রাসের ইঙ্গিত এখনই নেই।

Related Articles