বিজয় উৎসবে মাতলেন আরামবাগের তৃণমূল সাংসদ
The Trinamool MP of Arambagh spoke at the victory celebration

The Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : জয়ের পর বিজয় উৎসবে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। করলেন মিষ্টি বিলি। সাংসদ পদে শপথ গ্রহণের পর বৃহস্পতিবার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে আরামবাগের হরিণখোলা এলাকায় বিজয় উৎসবে মাতলেন আরামবাগের তৃণমূল সাংসদ।
সবুজ আবির উড়িয়ে একে অপরকে আবির মাখিয়ে এদিন তৃণমূলে পক্ষ থেকে বিজয় উৎসব করা হয়। সাথে এলাকার মানুষকে মিষ্টি বিলি করেন মিতালি বাগ নিজেই। একদিকে যেমন এলাকার সাধারণ মানুষকে মিষ্টি বিলি করতে দেখা যায়।
অন্যদিকে তাঁদের সবার সাথে শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সাংসদ মিতালি বাগকে। বিজয় উৎসবে উপস্থিত থেকে বিজেপি’কে কটাক্ষ করেন সাংসদ মিতালি বাগ। তার দাবি, জয় টা জয়ই তা সে যত ভোটেই হোক। তিনি এখন আরামবাগের সাংসদ সব দলের মানুষেরই সাংসদ। আর সব দলের মানুষের তিনি পাশে থেকে কাজ করবেন বলেও বিজয় উৎসব থেকে দাবি করেন তিনি।