রাজ্যের খবর

স্বামীর সঙ্গে বচসার পর স্ত্রীয়ের মর্মান্তিক পরিণতি, ঠিক কী ঘটেছিল?

The tragic end of the wife after an argument with her husband, what exactly happened?

The Truth Of Bengal : জলপাইগুড়ি : বচসার জেরে স্ত্রীকে মারধর। তাতেই মৃত্যু হল স্ত্রীর। অভিযুক্ত স্বামীকে আটক করেছে মেটেলি থানার পুলিশ। ডুয়ার্সের মেটেলি ব্লকের উত্তর ধুপঝোড়া মূর্তি ফরেজ ভিলেজ এলাকার ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য তৈরি হয়েছে সমগ্র এলাকায়।

জানা যায়, মৃত মহিলার নাম প্রেমা রায় প্রধান। বয়স ৫০। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বাড়িতে স্বামী ও স্ত্রীর বচসা হয়। বচসার সময় স্বামী স্ত্রীকে মারধর করে বলে অভিযোগ। রাতেই স্থানীয় বাসিন্দারা আহত স্ত্রীকে প্রথমে চালসার মঙ্গলবারি গ্রামীণ হাসপাতাল ও পড়ে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়। শুক্রবার সকালে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে মহিলার মৃত্যু হয়। এরপর ঘটনার খবর পেয়ে এদিন মেটেলি থানার পুলিশ অভিযুক্তের বাড়ি গিয়ে অভিযুক্তকে আটক করে নিয়ে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মেটেলি থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে আসা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করা হবে।

Related Articles