রাজ্যের খবর
Trending

West Bengal Lok Sabha Election 2024 : দুপুর ৩ টে পর্যন্ত রাজ্যের সাতটি আসনের মোট ভোটের হার ৬২.৭২ শতাংশ? কোন আসনে কত শতাংশ ভোট জানেন?

The total voter turnout for seven constituencies in the state till 3 pm

The Truth Of Bengal : দুপুর ৩ টে পর্যন্ত রাজ্যের সাতটি আসনের মোট ভোটের হার ৬২.৭২ শতাংশ। এক নজরে দেখে নিন কোন কেন্দ্রে কত শতাংশ ভোট পড়েছে।

বনগাঁ – ৬১.৮৩ শতাংশ

বারাকপুর – ৫৫.৩৪ শতাংশ

হাওড়া – ৫৮.৮১ শতাংশ

উলুবেড়িয়া – ৬৬.৪৫  শতাংশ।

শ্রীরামপুর – ৬৩.০৫ শতাংশ।

হুগলি – ৬৫.০১ শতাংশ

আরামবাগ – ৬৭.১২ শতাংশ

পঞ্চম দফার ভোটগ্রহণের শুরুতে ইভিএম-এ বিপত্তি দেখা দেওয়ায় অনেক জায়গায় নির্ধারিত সময়ে ভোটগ্রহণ শুরু হয়নি। হাওড়ার ২৩২ নম্বর বুথে ইভিএম খারাপ হয়ে পড়ে। ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ভোট দিতে পারেননি। যা নিয়ে ক্ষোভ ছড়ায়। নির্ধারিত সময়ে ভোট শুরু হয়নি হাওড়ার ১৬৪ নম্বর বুথে। অন্যদিকে, দক্ষিণ হাওড়ার ২৩২ নম্বর বুথেও ইভিএম খারাপ হয়ে যাওয়ায় সেখানে ভোটগ্রহণ শুরু করা যায়নি বলে খবর।

পঞ্চম দফায় এই রাজ্যে ৪২টির মধ্যে সাতটি আসনে ভোটগ্রহণ চলছে। আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর এবং হুগলি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ। কড়া নিরাপত্তার মধ্যে সকালে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শুরুতেই অনেক জায়গায় ইভিএম-এ গোলযোগ দেখা দেওয়ায় ভোটপ্রক্রিয়া ব্যাহত হয়।

Related Articles