রাজ্যের খবর

ডাকাতির আগেই ভেস্তে গেল ছক, গ্রেফতার ২

The table collapsed before the robbery, arrest 2

The Truth Of Bengal : বড়সড় ডাকাতির ছক বানচাল করল পুলিশ । গ্রেফতার করা হয়েছে ২ জনকে । ঘটনাটি ঘটেছে বারুইপুরে। পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে। সোমবার রাতে জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারেন , জয়নগর থানার অন্তর্গত দক্ষিণ বারাসাতের  নলিকাটা মোড়ের কাছে একদল যুবক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে । সেই খবর পেয়ে অভিযান চালায় পুলিশ ।

সূত্রের তথ্য গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থসারথি পালের নির্দেশে এস আই সায়ন ভট্টাচার্যের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় নলী কাটা মোড়ে । জয়নগর থানার পুলিশ ঘটনাস্থলে গেলে এলাকায় জড়ো হওয়া যুবকরা পালানোর চেষ্টা করলে তাদের মধ্য থেকে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ । ধৃতদের নাম মুস্তাক সরদার ও রোইচ আলী মোল্লা । ধৃত দুই ব্যক্তির বাড়ি জয়নগর থানার ব্যানার্জির চক এলাকায় ।

প্রাথমিক তদন্তে পুলিশ ধৃতদের জেরা করে জানতে পারে ডাকাতির উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল। তবে তাদের সাথে আর কারা কারা ছিল এবং কোথায় ডাকাতির উদ্দেশ্যে জড় হয়েছিল সে ব্যাপারে এখনো কিছু জানতে পারিনি পুলিশ । পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া, ডাকাতির ছক কষা ইত্যাদি নানা ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে । বুধবার ধৃতদের জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয়।

Free Access

Related Articles