স্কুলে বাড়ল গরমের ছুটির মেয়াদ, স্কুল খুলছে কবে
The summer vacation period has increased in schools

The Truth of Bengal, মৌ বসু: বাড়ল স্কুলে গরমের ছুটির মেয়াদ। ১০ জুন থেকে স্কুল খুলবে বলে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে স্কুল শিক্ষা দফতর।
তীব্র তাপপ্রবাহের জেরে রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলে গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। ২ জুন অর্থাৎ লোকসভা নির্বাচনের শেষ দফার পরদিন স্কুল গরমের ছুটির পর খোলার কথা ছিল। এবার রাজ্যের সরকারি স্কুলে গরমের ছুটি বাড়ানো হল। আগামী ৪ জুন লোকসভা ভোটের ফল ঘোষণা হবে।
এদিন রাজ্যে স্কুলগুলিতে ছুটির বিষয় নিয়ে নতুন একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল শিক্ষা দফতর।সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ২ জুন ছুটির মেয়াদ শেষ হওয়ার পরে আগামী ৩ জুন তারিখ থেকে শুধুমাত্র শিক্ষক ও অশিক্ষক কর্মীদের জন্য স্কুল খুলে যাচ্ছে। নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে স্কুলে পঠন-পাঠনযোগ্য পরিবেশ আছে কিনা সেটি খতিয়ে দেখার জন্যই শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের স্কুলে আসার নির্দেশ দেওয়া হয়েছে। সমস্ত স্কুল পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন করে শ্রেণিকক্ষগুলিকে পঠন পাঠনযোগ্য তৈরি করতে হবে ছাত্র-ছাত্রীদের জন্য। আগামী ১০ জুন থেকে ছাত্র-ছাত্রীদের স্কুলে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, ছাত্র-ছাত্রীদের জন্য ৯ জুন, ২০২৪ তারিখ পর্যন্ত স্কুল ছুটি থাকবে। স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে আরো জানানো হয়েছে, দীর্ঘকালীন ছুটি কাটিয়ে স্কুলগুলি পুনরায় খোলার পর বিদ্যালয়ের শিক্ষকদের মাধ্যমে পড়ুয়াদের স্বার্থে অতিরিক্ত ক্লাস নিতে হবে। দীর্ঘ ছুটির কারণে ছাত্র-ছাত্রীদের পঠন-পাঠনে যে ঘাটতি এসেছে সেই ঘাটতি পূরণের চেষ্টা করতে হবে। দ্রুত সিলেবাস শেষ করার পর ছাত্র-ছাত্রীদের মূল্যায়ন প