রাজ্যের খবর

আতঙ্ক সঙ্গী করে ঘরে ফেরা, বাঁচার লড়াই শুরু জয়নগরের ক্ষতিগ্রস্তদের

Joynagar Victim Return

The Truth of Bengal: রাজনৈতিক হানাহানি নতুন নয় দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। ভোটের সময় ছাড়াও প্রায়ই উত্তপ্ত হয়ে ওঠে এই এলাকা। সেই জয়নগর আবার উত্তপ্ত হয়ে উঠেছিল কয়েকদিন আগে। গত সোমবার সেখানে খুন হয়েছিলেন সাইফুদ্দিন লস্কর নামে এক তৃণমূল নেতা। খুনকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে গোটা এলাকা। ক্ষোভের আগুনে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি বাড়ি। অগ্নিসংযোগের ঘটনায় শাসক দলের দিকে আঙুল তোলে সিপিএম। যদিও এই অভিযোগ অস্বীকার করে শাসক দল। ঘটনার পর বাড়িছাড়া হয়ে যায় ক্ষতিগ্রস্তরা। অশান্ত জয়নগরে শান্তি ফেরাতে মাঠে নামে পুলিশ। তল্লাশি চালানোর পাশাপাশি একালাবাসীকে আশ্বস্ত করতে থাকে।

পুলিশ নিরাপত্তার আশ্বাস পেয়ে বাড়ি ফিরে আসতে থাকে ঘরছাড়ারা। তাদের ফিরিয়ে আনার ব্যবস্থা করে। বাড়ি ফিরলে থাকবেন কোথায়। কারণ বাড়ি তো আর অবশিষ্ট নেই।ঘরছাড়া কুড়ি থেকে ২৫টি পরিবার বাড়ি ফিরলেও পুড়ে যাওয়া ঘরগুলিতে আর কিছু নেই। আবার তাদের নতুন করে ঘর বাঁধার লড়াই শুরু হল। তাদের চোখে মুখে এখনও আতঙ্কের ছাপ। কবে তারা এই রাজনীতির দাবানল থেকে মুক্তি পাবে, সেই উত্তর নেই তাদের কাছে। সেই চিন্তায় দিশাহারা হয়ে পড়েছে পরিবারগুলি। ঘরে ফিরে রান্না করতে পারেনি অনেক পরিবার। কারণ রান্না করার কোনও জিনিস নেই। সিপিএম সমর্থক পরিবারগুলিকে দলের তরফে কিছু সাহায্য করা হয়েছে।

এখন পুলিশ-প্রশাসনের করা কড়া নজরদারির মধ্যে আছে পরিবারগুলি। জয়নগরে তৃণমূল নেতা সাইফুদ্দিন লস্কর খুনের তদন্তে নদিয়ার হরিণঘাটা থেকে ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে আছে মূল অভিযুক্ত আনিসুর লস্কর। যার নাম আছে নিহত নেতার পরিবারের দায়ের করা এফআইআর-এ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই আনিসুরই খুনের ঘটনায় ‘মাস্টারমাইন্ড’। তার বাড়ি দলুয়াখাকিতে। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে ওই পাঁচজনকে গ্রেফতার করে পুলিশ। এলাকায় শান্তি ফেরানোর প্রয়াস চালানোর পাশাপাশি বাকি অভিযুক্তদের সন্ধান চালাচ্ছে পুলিশ।

free Access

Related Articles