রাজ্যের খবর

কড়া পুলিশের নমনীয় মনভাব! জনসাধারণকে বড়দিনের শুভেচ্ছা রায়দিঘী থানার পুলিশের

The strict police have a flexible attitude! Merry Christmas to the public from the police of Raydighi Police Station

Truth Of Bengal: জাহেদ মিস্ত্রী, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবন জেলা পুলিশের উদ্যোগে এবং রায়দিঘী থানার তত্ত্বাবধানে বড়দিনের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানানো হয়। বছরের শেষের অন্যতম বড় উৎসব বড়দিন, খ্রিস্টান ধর্মীয় রীতিনীতি মেনে প্রতিবছর পালিত হয় বড় দিন,বড়দিন হল একটি খ্রিস্টান উৎসব,যা যীশু খ্রিস্টের জন্মদিন উদযাপন করে, যাকে খ্রিস্টানরা ঈশ্বরের পুত্র বলে বিশ্বাস করে।

বেশিরভাগ মানুষের জন্য, এটি প্রতি বছর ২৫শে ডিসেম্বরে হয় – যে দিনটি রোমান ক্যাথলিক চার্চ যিশুর জন্মদিন চিহ্নিত করার জন্য বেছে নিয়েছিল। সেইমতো পালিত হয় বড়দিন, এবার বড়দিনের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার রাত্রি ১১টা নাগাদ রায়দিঘী থানার আইসি মানষ চ্যাটার্জি এবং রায়দিঘী থানার সকল পুলিশ কর্মী কে নিয়ে কাশিনগর বাজারে পথ চলতি মানুষ, এবং টোটো চালক লরি এবং চার চাকা সহ ভিন্ন গাড়ি চালকের হাতে বড়দিনের কেক এবং শীতকালীন গরম কফি খাওয়ানোর ব্যবস্থা করেন, সাথে সাথে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রায়দিঘী থানার আইসি মানষ চ্যাটার্জী সহ পুলিশ কর্মীরা।

Related Articles