রাজ্যের খবর

ঝড় এসে সব কেড়ে নিল! নদিয়ায় কৃষক পরিবারে শোকের ছায়া

The storm came and took everything away! Shadow of grief in the farming family in Nadia

Truth Of Bengal: মাধব দেবনাথ, নদিয়া: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের কন্দখোলা এলাকায় এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগ সর্বনাশ ডেকে আনল শতাধিক চাষির জীবনে। বৃহস্পতিবার রাতে হঠাৎই শুরু হওয়া এক দমকা ঝড়ে মুহূর্তের মধ্যে লন্ডভন্ড হয়ে যায় গোটা এলাকা। ভেঙে পড়ে একাধিক আমগাছ, উড়ে যায় গোটা পোল্ট্রি ফার্ম। চাষিদের প্রাথমিক হিসেবে প্রায় ২০-২৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে।

চাষিরা জানান, সন্ধ্যার দিকে এলাকা জুড়ে কালো মেঘ জমে আসে। শুরু হয় ঝিরিঝিরি বৃষ্টি ও দমকা হাওয়া। এরপর মাত্র কয়েক সেকেন্ডের জন্য প্রবল বেগে ঝড় শুরু হয়, যা তাদের বছরের সমস্ত পরিশ্রম এক নিমেষে ধূলিসাৎ করে দেয়।

পোল্ট্রি ঘর উড়ে গিয়ে মাটিতে মিশে গেছে, মুরগি মারা গেছে অসংখ্য। অন্যদিকে বহু বছর ধরে লালন করা আমগাছ উপড়ে পড়েছে। এই সময়টাই ছিল আম চাষিদের রোজগারের প্রধান সময়, ফলে বিক্রির মুখ দেখতে না পেয়ে চরম হতাশায় ভুগছেন তারা।

ক্ষতিগ্রস্ত চাষিরা জানিয়েছেন, ধার-দেনা করে তাঁরা এই চাষ করেছিলেন। এখন না আছে পুঁজি, না আছে বিক্রির সামগ্রী। তাঁদের প্রশ্ন, এই ক্ষতিপূরণ কীভাবে সম্ভব? কীভাবে চলবে সংসার?

তাঁদের দাবি, সরকার যেন দ্রুত পরিস্থিতি পরিদর্শন করে আর্থিক সাহায্যের ব্যবস্থা করে। না হলে আগামী দিনে তাঁদের চাষ তো দূর, নিত্যদিনের খরচ চালানোই হয়ে পড়বে অসম্ভব। এই ঘটনাটি আবারও মনে করিয়ে দিল, প্রাকৃতিক দুর্যোগে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েন কৃষকরাই — যাঁদের হাতে নেই সুরক্ষা, নেই নির্ভরযোগ্য সহায়তা।

 

Related Articles