সোমবার থেকে ১০০ দিনের কাজের বঞ্চিত জবকার্ড হোল্ডারদের বকেয়া টাকা দেবে রাজ্য
The state will pay dues to job card holders who have been out of work for 100 days from Monday

The Truth Of Bengal : সোমবার থেকে ১০০দিনের কাজের বঞ্চিত জবকার্ড হোল্ডারদের বকেয়া টাকা দেওয়া হবে ।১মার্চের মধ্যে ২৪লক্ষ ৫০হাজারের বেশি বঞ্চিত মানুষের অ্যাকাউন্টে বকেয়া মজুরি প্রদান করা হবে। নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যসচিব বিপিগোপালিকা। মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসন খেটেখাওয়া মানুষের প্রাপ্য মিটিয়ে দিতে এগিয়ে আসায় গ্রামীন অর্থনীতি অনেকটাই উজ্জীবিত হবে বলে আশা প্রশাসনের কর্তাদের।
উঃপ্রদেশ,মধ্যপ্রদেশ টাকা পেলেও টাকা পায়নি বাংলার বঞ্চিতরা।অভিযোগ, বিজেপির আমরা-ওরার রাজনীতির ফাঁসে আটকে যায় রাজ্যের খেটেখাওয়া মানুষের জীবন।থমকে দাঁড়ায় জীবিকার পথ।শতাধিক কেন্দ্রীয় টিমের বাংলা পরিদর্শনের পর,রিপোর্ট তৈরি হয়। কারচুপি সন্ধান করতে এসেও কেন্দ্রের টিম দুর্নীতিই খুঁজে পায়নি।তবুও কেন্দ্রের শাসকরা টাকা ছাড়তে নারাজ কেউ ২বছর কেউ তারও বেশি সময় কাজ করেও মজুরি পাননি। মজুরি না মেলায় সঙ্কট বাড়ে এরাজ্যের একশদিনের কাজের শ্রমিকদের। দিন আনি দিন খাই মানুষদের রোজগারের অর্থ মিটিয়ে দেওয়ার জন্য গণ-আন্দোলন হয়েছে। দিল্লি থেকে কলকাতার রাজভবন,সর্বত্র অবস্থান –বিক্ষোভ থেকে দাবি মেটানোর আওয়াজ তোলা হয়। সমস্যার সুরাহায় এগিয়ে এসেছে বাংলার সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মুখ্যসচিব চূড়ান্ত ব্যবস্থা গ্রহণ করেছেন।নবান্নে প্রশাসনিক স্তরে গৃহীত সিদ্ধান্ত অনুসারে.,ধাপে ধাপে এই অর্থ প্রদান করা হবে।টাকা দেরিতে ঢুকতে পারে তবে সব ব়ঞ্চিতই টাকা পাবেন।
২৬ফেব্রুয়ারি থেকে বকেয়া মজুরি পাবেন বঞ্চিতরা। সহায়তা শিবিরে নথি জমা দিলেই মেটানো হবে টাকা। সরাসরি অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন ১০০দিনের শ্রমিকরা। ১মার্চের মধ্যে হাতে হাতে টাকা পৌঁছে যাবে বঞ্চিতদের। প্রাথমিকভাবে ধরা হয়েছিল, ২৪ লক্ষ ৫০ হাজার বঞ্চিত শ্রমিককে টাকা দেওয়ার প্রয়োজন পড়বে।পরে সহায়তা শিবিরে জমা পড়া নথিও অনুসন্ধানের পর জানা গেছে সংখ্যাটা আরও বেশি। বকেয়া টাকা মেটাতে রাজ্য বাজেটেও ৩৭০০ কোটি খরচ হবে বলে ধরা হয়।ফলে রাজ্যের কোষাগার থেকে বকেয়া মেটানোর ব্যয় আরও বাড়তে পারে বলে মনে করছেন প্রশাসনের কর্তারা।
FREE ACCESS