পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে নয়া নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
The state government has issued new guidelines to ensure the safety and security of students

The Truth Of Bengal, Mou Basu : সমস্ত স্কুলের বাসকে হলুদ রঙের করতে হবে। স্কুল বাস ও পুলকারে গাড়ির অবস্থান ট্র্যাকিং ডিভাইস, প্যানিক বাটন এবং স্পিড লিমিটার বসাতে হবে। স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি একটি নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকা জারি করে রাজ্য পরিবহণ দফতর সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জানিয়েছে, স্কুলবাস ও পুলকারের সর্বাধিক গতি ৪০ কিমি/ঘণ্টা রাখতে হবে। পরিবহণ সচিব সৌমিত্র মোহন এই নির্দেশিকা জারি করেছেন। নির্দেশিকায় আরও বলা হয়েছে, “সমস্ত স্কুল বাসকে হলুদ রঙে রঙ করতে হবে এবং গাঢ় নীল রঙের একটি ব্যান্ড থাকতে হবে, যেখানে সাদা রঙে স্কুলের নাম লেখা থাকবে। স্কুল বাসের সামনের, পিছনের এবং পাশের অংশে বড় করে ‘SCHOOL BUS’ লিখতে হবে। এছাড়া, বাসের ভেতরের অংশে সাদা আলো রাখতে হবে যাতে বাইরে থেকে বাসের ভেতরে দেখা যায়। স্কুল বাসে পর্দা বা ফিল্ম লাগানো কাচ ব্যবহার করা যাবে না।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, স্কুল বাসে পড়ুয়াদের স্কুল ব্যাগ রাখার জায়গা আলাদা থাকতে হবে। এছাড়াও পড়ুয়াদের সুরক্ষার কথা ভেবে অগ্নিনির্বাপক যন্ত্র এবং ফার্স্ট-এইড বক্স থাকতে হবে। প্রতিটি আসনে সিটবেল্ট সরবরাহ করতে হবে। এছাড়া প্রয়োজনে লাগতে পারে বলে বাসের ভেতরে ও বাইরে স্কুল কর্তৃপক্ষের যোগাযোগের বিবরণ, স্থানীয় পুলিশ স্টেশনের কন্ট্রোল রুমের নম্বর এবং চাইল্ড লাইন হেল্পলাইনের নম্বর সুস্পষ্টভাবে লেখা ও সাঁটানো থাকবে। পাশাপাশি, পড়ুয়াদের নিরাপত্তার কথা ভেবে নির্দেশিকায় বলা হয়েছে, কোনও নরম ছাদযুক্ত গাড়ি পুলকার হিসেবে ব্যবহার করা যাবে না এবং অনুমোদিত ক্ষমতার অতিরিক্ত আসন রাখা যাবে না।
রাজ্যের পরিবহণ দফতর, স্কুল শিক্ষা দফতর, পুলিশ, বিভিন্ন স্কুলের কর্তৃপক্ষ, বাস অপারেটর ও পুলকার অপারেটর, বিভিন্ন সামাজিক সংস্থা, অভিভাবক ও ছাত্রছাত্রীরা মিলে আলোচনা করে এই নির্দেশিকা তৈরি হয়েছে।