রাজ্যের খবর

নৈহাটিতে ভোপালের ছায়া! বিষাক্ত গ্যাস লিক করে অসুস্থ বহু, আতঙ্ক এলাকাজুড়ে

The shadow of Bhopal in Naihati! Poisonous gas leaks, many sick

Truth of Bengal: নৈহাটির রাজেন্দ্রনগর এলাকায় এক বরফ তৈরির কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রবিবার রাত থেকে গ্যাস লিক হতে থাকায় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে অসুস্থ হয়ে পড়েন, শ্বাসকষ্ট শুরু হয়। খবর পেয়েই পুলিশ ও দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবার গভীর রাতে কারখানার অ্যামোনিয়া ট্যাঙ্কের ছিদ্র দিয়ে গ্যাস নির্গত হতে থাকে। প্রথমে কেউ বিষয়টি গুরুত্ব না দিলেও ক্রমে গ্যাসের ঝাঁজালো গন্ধ চারপাশে ছড়িয়ে পড়ে। রাতে ঘুমন্ত বাসিন্দারা হঠাৎ শ্বাসকষ্টে জেগে ওঠেন। আতঙ্কে অনেকে নাক-মুখ ঢেকে রাখার চেষ্টা করেন, কেউ আবার ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন।

রাতেই পুলিশ ও দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গ্যাস লিক বন্ধের চেষ্টা শুরু করে। তবে সোমবার সকাল পর্যন্ত গ্যাস নির্গমন পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি। পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠায় স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। শ্বাসকষ্টজনিত সমস্যা হওয়ায় কয়েকজনকে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ কারখানাটি ঘিরে রেখেছে এবং দমকল কর্মীরা ট্যাঙ্ক থেকে গ্যাস লিক বন্ধে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রাথমিক বিপদ কিছুটা কমলেও, কারখানার নিরাপত্তা ব্যবস্থা যথাযথ ছিল কি না, তা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে প্রশাসন। স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তার কথা মাথায় রেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Related Articles