রাস্তা থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য, খুন নাকি অন্য কোন রহস্য! তদন্তে পুলিশ
The sensation surrounding the recovery of a young man's bloody body from the road

The Truth Of Bengal: রেললাইনের একটু দূরে রাস্তার উপর থেকে এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে। মৃত যুবকের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস, বয়স ২৪। বাড়ি নদীয়ার জেলার ফুলিয়ার বেলঘড়িয়ায়। মৃত যুবকের বাবা কৃষ্ণ বিশ্বাসের জানিয়েছেন, তার ছেলে কলকাতার একটি কাপড়ের দোকানে কাজ করতো, মাসখানেক আগে সে বাড়িতে ফেরে।
গতকাল বিকেলে নিজের বাইক নিয়ে বাড়ি থেকে বের হয় সে, তারপর আর বাড়িতে ফেরেনি। মঙ্গলবার সকাল ৮ টা নাগাদ পুলিশের তরফ থেকে পরিবারকে জানানো হয় যে, ফুলিয়ার প্রফুল্ল নগর সংলগ্ন একটি রেল লাইনের একটু দূরত্বে রাস্তার উপর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। খবর শুনেই থানায় ছুটে আসে পরিবার, এরপর মৃতদেহটি শনাক্ত করে জানান যে ওই যুবক তাদের ছেলে ইন্দ্রজিৎ বিশ্বাস। তবে রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় বাড়ছে রহস্যের দানা, যার ইতিমধ্যে দ্রুত তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
তবে পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিল ইন্দ্রজিৎ, গতকাল রাতে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর অনেক রাত হলেও বাড়িতে না ফিরে আসলে পরিবারের তরফ থেকে একাধিকবার ফোন করা হয়, কিন্তু কোন রকম ফোন ধরেনি ইন্দ্রজিৎ। কিন্তু সকালবেলায় ছেলের এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা তাদের যে শুনতে হবে তা স্বপ্নেও আন্দাজ করতে পারেনি তার পরিবার। মঙ্গলবার মৃতদেহটির ময়নাতদন্তের জন্য পাঠানো হয় রানাঘাট পুলিশ মর্গে। অন্যদিকে কিভাবে ইন্দ্রজিতের মৃত্যু হল তা নিয়ে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।