রাজ্যের খবর

হারিয়ে যাওয়া কয়েক হাজার টাকা ফিরিয়ে দিলেন পুলিশ!

The Truth Of Bengal: পুলিশ যে পারেন না, আসলেই এরকম কিছু হয়না। বর্তমানে একাধিক নালিশ থাকলেও পুলিশের তৎপরতায় সবকিছুই সম্ভব। সেই কথায় প্রমাণিত হল আবার। এবার পুলিশি তৎপরতায় দু’ঘণ্টার ব্যবধানে উদ্ধার জয়নগরের এক ব্যবসায়ীর হারানো টাকা। হারানো টাকা ফিরে পেয়ে খুশি ব্যবসায়ী আনোয়ার হোসেন মন্ডল। রবিবার রাতেই জয়নগর থানায় তার ১২ হাজার ৪০০ টাকা হাতে তার হারানো টাকা তুলে দেওয়া হয়।

জয়নগর উত্তর পদুয়ার বাসিন্দা আনোয়ার হোসেন মন্ডল পেশায় চাল ব্যবসায়ী। গোঁড়ের হাটে তিনি চাল বিক্রি করেন। অন্যান্য দিনের মতো রবিবারও তিনি গোঁড়ের হাট থেকে মোটরসাইকেলে চেপে বাড়ি ফেরার সময় অজান্তেই তাঁর নগদ ১২ হাজার ৪০০ টাকা পড়ে যায়। তারপর তিনি সেই টাকা খোঁজাখুঁজি করে না পেয়ে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন।

তার সমস্ত কথা শুনে জয়নগর থানার আইসি পার্থসারথি পাল এর নির্দেশে এসআই সোমেন দালাল ও পিনাকী দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোঁড়ের হাটে পৌঁছায় এবং মাত্র দু ঘন্টার ব্যবধানে ওই ব্যবসায়ীর হারানো টাকা উদ্ধার করে। সাথে সাথে খবর দেওয়া হয় ওই ব্যবসায়ীকে এবং রবিবার রাতেই জয়নগর থানায় তার হাতে তার হারানো টাকা তুলে দেওয়া হয়। হারানো টাকা ফিরে পেয়ে খুশি চাল ব্যবসায়ী আনোয়ার হোসেন।

Related Articles