রাজ্যের খবর

গোঘাটে চুরির ঘটনার কিনারা করল পুলিশ

The police investigated the theft incident in Goghat

Truth Of Bengal : আরামবাগ : সৌভিক গোস্বামী : গোঘাটের চুরির ঘটনার কিনারা করল পুলিশ। উদ্ধার করা হয় চুরি যাওয়া সোনার হার সহ একটি মোবাইল ফোন।

বেশ কিছুদিন আগে গোঘাটের বকুলতলা এলাকায় চুরি যায় প্রায় দুই লক্ষ টাকার সোনার হার। চুরি যায় পাঁচটি সোনার হার।
তারপর দোকানদার গোঘাট থানায় অভিযোগ করে। সিসি ক্যামেরা ফুটেজ দেখে তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মুম্বাই এর বাসিন্দ থানার অনর্গত স্বামী বিবেকানন্দ নগর এলাকায় সাবিদ আলী জাফর নামে এক ব্যক্তি এই চুরি করে। পুলিশ তদন্ত করে মুম্বাই এর ওই এলাকার স্থানীয় পুলিশের সহযোগিতা নিয়ে চুরি যাওয়া পাঁচটি সোনার হার উদ্ধার করে।

পাশাপাশি একটি মোবাইল উদ্ধার করে। যদিও এই ঘটনায় যারা যুক্ত তাদের এখনো আটক করা হয়নি বলে জানান। পুলিশ তদন্ত করে খুবই দ্রুততার সাথে ওই ব্যক্তিকে আটক করবে বলে আশ্বাস দেন।

 

Related Articles