ভাঙড়ে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় কড়া পুলিশ, গ্রেফতার ২
The police are strict in the case of beating up suspected burglars

The Truth of Bengal: চোর সন্দেহে ভাঙড়ে পিটিয়ে মারার ঘটনায় গ্রেফতার দুই। জনরোষে নিহত আজগর মল্লিকের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ কড়া পদক্ষেপ করে। পুলিশ ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। স্থানীয় দোকানদার-সহ প্রত্যক্ষদর্শীদের বয়ান নেয়। ভিডিয়ো ফুটেজের সূত্র ধরে কয়েকজনকে আটক করা হয়। তাদের মধ্যে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার ভোরে আজগর মল্লিক নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে মারার অভিযোগ ওঠে ভাঙড়ে। তিনি ভাঙড় থানার ফুলবাড়ি এলাকার বাসিন্দা। উল্লেখ্য, ভাঙড় বাজার এলাকায় গত কয়েক দিন ধরে চুরির ঘটনা বেড়ে গিয়েছিল। যা নিয়ে স্থানীয়রা ক্ষুব্ধ ছিলেন। রবিবার ভোরে আজগর মল্লিক নামে এক ব্যক্তিকে চোর সন্দেহে ধরা হয়। প্রথমে তাঁকে বেঁধে রাখা হয়। কিছুক্ষণ পর সেখানে থাকা লোকজন তাঁকে অকথ্য মারধর শুরু করে। মারাত্মক জখম অবস্থায় দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পড়ে ছিলেন ওই ব্যক্তি। কাছেই থাকা হলেও পুলিশ সেখানে আসেনি বলে অভিযোগ। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
এই ঘটনায় নিহত আসগর মল্লিকের পরিবারের তরফে পুলিশ অভিযোগ জানানো হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বেশ কয়েকজনকে আটক করে। পরে তাঁদের দু’জনকে গ্রেফতার করা হয়। সাম্পতিক কালে রাজ্যের কিছু জায়গায় এমন ঘটনা ঘটেছে। প্রতিটি ক্ষেত্রে পুলিশ কড়া ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের শীর্ষ মহল থেকে পুলিশকে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। আইন হাতে না তুলে নেওয়ার আবেদন জানানো হচ্ছে। তা সত্ত্বেও আটকানো যাচ্ছে না এমন ঘটনা।