রাজ্যের খবর

বর্ধমানের জমাইয়েরা কি মাছ খায় না! কী বলছেন শ্বশুর- শাশুড়ি?

The people of Burdwan do not eat fish! What are the father-in-law saying?

The Truth Of Bengal : আজ জামাই ষষ্ঠী। বাঙালির বারো মাসে তেরো পার্বণের মধ্যে এই এক উৎসব প্রতিটি বাঙালির বাড়ি বাড়িতে পালিত হয় জামাইষষ্ঠী। সকাল থেকে বাজারে ভিড় মাছ বাজার ফল বাজার সবজি বাজার থেকে শুরু করে মিষ্টি দোকানে। জামাইদের যাতে কোনরকম আদর যত্নে খামতি না থাকে তার জন্য শাশুড়িরা বাজারে বেরিয়ে জামাইদের জন্য নানান রকম মাছ ফল মিষ্টি কিনতে ভিড় করেছেন বাজারে।

যদিও জানা যাচ্ছে, মাছ বাজারে ব্যবসায়ীরা বলছেন এবারে মাছের বাজার খুব একটা ভালো হয়নি। তবে মিষ্টির দোকানে মিষ্টির চাহিদা অনেকটা বেশি বলে জানিয়েছেন বিক্রেতারা। অন্যদিকে শাশুড়িরা জানান গতকাল থেকে তারা বাজারদারি করছেন জামাইয়ের যাতে আদর যত্নতে কোন কিছু ভুল ত্রুটি না হয়। আর এই জামাইষষ্ঠীতে শুধুমাত্র মিষ্টির চাহিদা নয় তার সাথে সাথে পাকা কাঁঠালের চাহিদা অনেকটা বেশি থাকে।

এখন যদিও বলা যেতেই পারে, এই জামাইষষ্ঠী এখন শুধু বাঙ্গালীদের মধ্যেই সীমাবদ্ধ নেই জামাইষষ্ঠী প্রতিটি ধর্মের মানুষেররাও পালন করছে বলে জানিয়েছেন সাধারণ মানুষও। অনেকে জানান, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্তই শুধুমাত্র বাড়িতে খাওয়া-দাওয়া নয় তার পাশাপাশি সন্ধ্যে হলে বেড়াতে যাওয়ারও একটা উচ্ছাস ও উদ্দীপনা থাকে। প্রতিটি বাড়িতে বাড়িতে আজ মেয়ে জামাই আসেন জামাইষষ্ঠী করতে শ্বশুর বাড়িতে। এমনকি প্রতিটি মন্দিরে পুজো দিতে ভিড় করেন মে জামাই ও শাশুড়িরা তার মেয়ে, জামাইয়ের সংসারে যাতে সুখ শান্তি বৃদ্ধি পায়। আজ উৎসবের আমেজে সমস্ত বাঙালির বাড়ি বাড়ি পালন করা হচ্ছে জামাইষষ্ঠী। কথায় আছে মাছে ভাতে বাঙালি। জামাই ষষ্ঠীতে জামাইয়ের পাতে বাজারের সেরা মাছটাই তুলে দিতে চান শাশুড়ি। কিন্তু এবার বাজারে মাছের চাহিদা নেই। অনেক শ্বশুর শাশুড়ি বলছেন, যা গরম পড়ছে তাতে করে জামাইদের মাছের প্রতি অরুচি দেখা দিয়েছে। তবে মাছ বিক্রি কম হওয়ায় হতাশ মাছ ব্যবসায়ীরা।

Related Articles