রাজ্যের খবর

ছেলেকে শিকলবন্দি রেখেছেন মা-বাবা, অমানবিক হলেও উপায় নেই

The parents have kept the son in chains, but there is no way out, even if it is inhumane

The truth of bengal: ছেলে মানসিক ভারসাম্যহীন। তার হাতে আক্রান্ত হতে হচ্ছে পাড়ার মানুষকে। ফলে বাধ্য হয়ে ছেলেকে বাড়িতে শিকলে বেঁধে রেখেছেন বাবা-মা। পুরাতন মালদায় কিশোর ছেলেকে নিয়ে বড় সমস্যায় দিন কাটছে পরিবারের। চিকিৎসার পাশাপাশি ছেলেটিকে যদি হোমে রাখা যায় সেই উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন এলাকার জনপ্রতিনিধিরা। কিশোর সন্তানকে অমানবিক ভাবে শিকল বন্দি করে রেখেছেন বাবা-মা। জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন ছেলে। গোটা পাড়া তার ভয়ে তটস্থ থাকে। ফলে একপ্রকার বাধ্য হয়ে সন্তানকে শিকলবন্দি করে রেখেছেন বাবা-মা। এমনই মর্মান্তিক ঘটনা সামনে এল পুরাতন মালদা পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি সামুন্ডাই কলোনি এলাকায়। শিকলবন্দি মানসিক ভারসাম্যহীন ওই কিশোরের বয়স ১৫ বছর।

বাবা উজ্জ্বল মণ্ডল এবং মা মাম্পিদেবীর সঙ্গে সে বাড়িতে থাকে। বাবা ট্রাকচালক৷ মা গৃহবধূ৷ গরিব পরিবারে ছেলে জন্ম থেকে মানসিক ভারসাম্যহীন হওয়ায় এখন অসহায় পরিবারটি। তার ওপর ওই কিশোরের ভয়ে ভীত পাড়ার লোকজন। ছাড়া পেলেই সে গোটা পাড়া দাপিয়ে বেড়ায়৷ কাউকে ইট ছুঁড়ে মারে অথবা ধাক্কা দিয়ে ফেলে দেয়৷ ছেলের জন্য পাড়ার লোকজনের হাতে মার খেতে হয়েছে মাকেও৷ তাই বাধ্য হয়ে ছেলেকে শিকল দিয়ে বেঁধে রেখেছেন বাবা-মা৷ মানসিক ভারসাম্যহীন ছেলের ভয়ে মেয়েকে বাড়িতে রাখতে পারেন না তাঁরা৷ আইনের চোখে এটা অপরাধ হলেও বাবা-মায়ের কিছু করার নেই৷ তাঁদের এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন এলাকার তৃণমূল কাউন্সিলরও৷ বাবা-মায়ের সঙ্গে কাউন্সিলরও চান, ছেলের চিকিৎসার জন্য এগিয়ে আসুক সরকার৷ এলাকার বিজেপি বিধায়ক গোপাল সাহা এ বিষয়ে জানান, বিষয়টি তাঁর জানা ছিল না। এখন জানার পর ছেলেটির চিকিৎসার ব্যাপারে সমাজ প্রশাসনের কথা বলবেন বলে আশ্বাস দিয়েছেন।

Related Articles