রাজ্যের খবর

পাণ্ডুয়ার কালীপুজোয় থিমের অভিনবত্ব,আলোতেও রয়েছে বিশেষ চমক

The novelty of the theme at Pandua's Kali Puja also has a special surprise in the lighting

Truth of Bengal: বৃন্দাবনের প্রেমের মন্দির থেকে স্বপ্নের উড়ান,পাণ্ডুয়ার শ্যামাপুজোয় নানা  থিম জায়গা পাচ্ছে। চলে থিমের প্রতিযোগীতা। বিষয় ভাবনায় চমক দেওয়ার মতোই আলোর কারুকাজেও নজর কাড়ার চেষ্টা করেছে পুজো উদ্যোক্তারা। যারজন্য এবার মানুষের ভিড়ও বেড়েছে দারুণভাবে। কালীপুজো ঘিরে এখন আনন্দমুখর পাণ্ডুয়া।

বারাসত-নৈহাটির মতোই রাঢ়বঙ্গের কালীপুজোর সুনাম রয়েছে পাণ্ডুয়ার। প্রতিবারের মতো এবারও পাণ্ডুয়ায় চিরাচরিত মণ্ডপের মতোই থিমের ছোঁয়া দেখা যাচ্ছে। বিষয় ভাবনায় দর্শনার্থীদের মনজয়ের জন্য পুজো আয়োজকরা চেষ্টায় কোনও খামতি রাখছেন না।ভিড়ের মাপকাঠিতে মাস্টারস্ট্রোক দিতে থিমে আবার আলাদা চমক আনা হয়েছে।দর্শনার্থীদের হৃদয়পুরে জায়গা করে নিতে কোথাও রয়েছে বৃন্দাবনের প্রেমের মন্দির কোথাও আবার রয়েছে মাগো আবার ছুটি দিতে বল।

লোকশক্তির মনোরঞ্জনের জন্য শ্যামামায়ের অঙ্গন আলোকমালায় সেজে উঠেছে।এখানে ২০০টি পুজো হয়।কমবেশি ৪৬টি পুজো হয়। আলো-প্রতিমার মতোই বিষয় ভাবনার বৈচিত্র্যে জেলা ছাড়িয়ে ভিনজেলার মানুষকে মণ্ডপমুখী করার আন্তরিক প্রয়াস বেশ লক্ষ্যণীয়।পাণ্ডুয়া নীরদগড় সবুজসংঘের উদ্যোক্তারা শৈশবের আনন্দ বজায় রাখার আহ্বান জানিয়ে মণ্ডপকে আলাকা প্রাণোচ্ছল করার চেষ্টা করেছেন।

প্রতিবছরই পাণ্ডুয়ার পুজোয় আলো, প্রতিমা থেকে মন্ডপ শয্যায় আলাদা অভিনবত্বের ছোঁয়া থাকে। এ বছর  তার ব্যতিক্রম হয়নি। পান্ডুয়া প্রগতি সংঘের পুজো এবার ৬৭বছরে পড়েছে। বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে মন্ডপ নির্মাণ করে চমক দিয়েছে পুজো উদ্যোক্তারা। মন্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে কাপড়, থার্মোকল ,ফোম ,বাঁশ। মন্ডপে প্রবেশ করলেই দেখা যাবে চারিপাশে রয়েছে বিভিন্ন মডেল এবং শিব ও কালীর মূর্তি।

তারই মাঝে কৃষ্ণ কালী রূপে অধিষ্ঠান করছেন মা। পুজো কমিটির সম্পাদক আরও বলেন, প্রতিবছরই আমাদের পুজোতে নতুনত্ব থাকে ।  এবার পুজোর বাজেট সাড়ে ১০ লক্ষ থেকে ১১ লক্ষ টাকা। পিছিয়ে নেই পান্ডুয়ার কানলা রোড ব্যবসায়ী সমিতি ও বেনে পাড়া যুব সম্প্রদায়ের পুজো। ৬৫ তম বর্ষে এ বছরে তাদের থিম “স্বপ্নের উড়ান”। মন্ডপ নির্মাণে ব্যবহার করা হয়েছে নেট, ফোম ও কাপড়।

মন্ডপের ভিতরে মায়ের দুপাশে রয়েছে দুটি শ্বেত বর্ণের হরিণ তারই মাঝে রয়েছেন সোনালী বর্ণের মা কালী। পুজো কমিটির সভাপতি সুজয় দত্ত বলেন, মানুষ স্বপ্ন দেখলে মনের মধ্যে যে ভাবনাটা আসে সেটাকেই মন্ডপ শয্যায় তুলে আনা হয়েছে। সবমিলিয়ে পাণ্ডুয়ার কালীপুজো এবারও দর্শনার্থীদের জনপ্রিয়তার মাপকাঠিতে ওপরেই জায়গা করে নিয়েছে।

Related Articles