
The Truth of Bengal: প্রথমে মনে হতে পারে দাঁড়িয়ে আছে একটি এক্সপ্রেস ট্রেন। নির্দিষ্ট জায়গায় আছে দরজা-জানালা। ভুল ভাঙবে একটু পরেই। না, এটি কোনও ট্রেন নয়। এটি একটি সরকারি প্রাথমিক স্কুল। অভিনবরূপে সাজিয়ে তোলা স্কুল এখন নজর কাড়ছে এলাকায়। কচিকাঁচাদের মধ্যে আগ্রহ তুঙ্গে। শুধু তাই নয় স্কুলের দেওয়ালে বিভিন্ন শিক্ষামূলক অঙ্কন দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। পঠন পাঠনের পাশাপাশি ইতিবাচক মানসিকতা থেকে শিক্ষক-শিক্ষিকারা ভোল বদলে দিয়েছেন বর্ধমান শহরের রামকৃষ্ণ সারদা বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়ের।
স্কুলটি খুব ছোট জায়গায় অবস্থিত। এই প্রাথমিক স্কুলের পরিকাঠামো খুব একটা বড় না হলেও ভাবনা চিন্তায় এবং সৌন্দর্যায়নে এই স্কুলটি অন্যান্য বড় স্কুলের থেকে অনেকাংশে এগিয়ে। ভাবনায় যা নিজস্বতা আছে তা এই জেলার অন্য কোনও স্কুলে আর নেই। গোটা স্কুলের দেওয়াল জুড়ে রয়েছে পড়ুয়াদের নিজের হাতে আঁকা নানা ছবি। তুলির টানে ফুটিয়ে তোলা হয়েছে শিক্ষামূলক নানা ছবি। পড়াশোনার পাশাপাশি যা পড়ুয়াদের জ্ঞান অর্জনে অনেকখানি সাহায্য করছে। তবে সবচেয়ে বড় আকর্ষণ হল গোটা স্কুলটি তৈরি ট্রেনের অবয়বে তৈরি।
ছোট পড়ুয়াদের জন্য নিজেদের পরিকল্পনায় স্কুলটিতে প্রাকৃতিক বৈচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সবুজের এক নতুন পরিবেশ গড়ে তোলা হয়েছে স্কুলে। যা নজর কাড়ছে গোটা জেলায়। এই স্কুলের আর একটি উল্লেখযোগ্য বিষয় হল, স্কুলে মিড ডে মিল যেমন চালু আছে, তার পাশাপাশি খুদে পড়ুয়াদের জন্য দেওয়া হচ্ছে প্রাতরাশ। যাতে থাকছে পুষ্টিকর খাবার। দুই শিক্ষক এক চিকিৎসক নিজেদের উদ্যোগে স্কুলের ছাত্র-ছাত্রীদের প্রতিদিন প্রাতরাশের ব্যবস্থা করেছেন। সব মিলিয়ে স্বতন্ত্র কিছু ভাবনায় বর্ধমানের এই স্কুলটি অনেক দিক থেকেই এগিয়ে। অবশ্যই তা দৃষ্টান্তমূলক।