মূল্যবৃদ্ধি থেকে জনগণকে স্বস্তি দিতে নয়া উদ্যোগ রাজ্য সরকারের, চালু হচ্ছে ক্রয়কেন্দ্র
The new initiative of the state government to give relief to the people from the price increase, the purchase center is being launched

The Truth Of Bengal: সবজির ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি থেকে জনসাধারণকে স্বস্তি দিতে কৃষি বিপণন দফতর রাজ্যের বিভিন্ন প্রান্তে খুলতে চলছে নতুন ১০০ টি ক্রয়কেন্দ্র। রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানান, কৃষকদের থেকে সরাসরি সবজি কিনে সুফল বাংলার মাধ্যমে সাধারণ মানুষের কাছে কম দামে বিক্রি করা হবে। এগুলি স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপ এর মাধ্যমে করা হবে। ফলে উপকৃত হবেন তারাও। রাজ্যের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যেই রয়েছে ৪০টি ক্রয়কেন্দ্র।
মন্ত্রী বেচারাম মান্না জানিয়েছেন, কৃষি বিপণন দফতরের পক্ষ থেকে খুলতে চলা নতুন এই ১০০ টি ক্রয়কেন্দ্রের কুড়িটি পূর্ব মেদিনীপুর, চারটি উত্তর ২৪ পরগনায় তৈরী করা হবে। এছাড়াও পূর্ব বর্ধমান, হুগলি, নদীয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও কোচবিহারে থাকবে দুটি করে কেন্দ্র। আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, মালদহ, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও হাওড়ায় একটি করে এই ধরণের ক্রয়কেন্দ্র থাকবে। মন্ত্রী আরও জানান, কৃষকরা যাতে সবজির সঠিক মূল্য পায় তা এই ক্রয়কেন্দ্র থেকে নিশ্চিত করা হবে। অনেকক্ষেত্রে দেখা যায়, বাজারে সবজির দাম চড়া থাকলেও কৃষকরা সঠিক মূল্য পাচ্ছেননা। এই ক্রয়কেন্দ্রগুলিতে তা হবে না। কৃষকদের থেকে কেনা সবজি সুফল বাংলাতেই সরাসরি বিক্রয় করা হবে, যেটা সাধারণ মানুষ বাজারদর থেকে ১০ বা ১৫ শতাংশ কম দামে কিনতে পারবেন।
কৃষি বিপণন মন্ত্রী আরও বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা সুফল বাংলাগুলির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বর্তমান বাজারদর নিয়ন্ত্রণে। এই মুহূর্তে রাজ্যে ৪৯৩ টি সুফল বাংলার স্থায়ী কেন্দ্র রয়েছে। এগুলি কলকাতা ও কলকাতা সংলগ্ন শহরতলি-সহ রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে। এছাড়া রাজ্যে ১১০ টি সুফল বাংলার অস্থায়ী ভ্রাম্যমান কেন্দ্রও রয়েছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন জায়গায় স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে এই ধরণের ১৮৬ টি অস্থায়ী কেন্দ্র চালানো হচ্ছে।