বিধায়কের চেষ্টায় সরকারি হাসপাতালে প্রাণ পেল শিশু, কৃতজ্ঞ বাবা-মা
The MLA's efforts brought the child back to life in the government hospital

The Truth Of Bengal : সরকারি হাসপাতালে নিয়ে কত অভিযোগ। বলা হয় মানুষ নাকি যথাযথ চিকিৎসা পায় না সরকারি হাসপাতালে। সেই সরকারি হাসপাতালে শিশুর মাথার জটিল অস্ত্রোপচার হল। বিধায়কের উদ্যোগে শিশুটির চিকিসার ব্যবস্থা করা হয়। নতুন জীবন পেল ৬ বছরের শিশুটি। ঈশান শেখ নামে শিশুটির বয়স ৬ বছর বাড়ি পাণ্ডবেশ্বরের নবগ্রামের ডাঙালপাড়ায়। বাবা খাইরুল শেখ রিকশাচালক। মা হেনা বিবি গৃহবধূ। অভাবের সংসার। মাস দুয়েক আগে খেলা করতে করতে হঠাৎ মাথার ওপর ভর দিয়ে পড়ে যায় ঈশান। গভীর চোট লাগে মাথায়। চিড় ধরে করোটিতে।
চিকিৎসকরা জানান মাথায় জটিল অস্ত্রোপচারের প্রয়োজন। যা যথেষ্ট খরচসাপেক্ষ। আর্থিক সঙ্গতি না থাকায় ছেলের চিকিৎসা করানো নিয়ে মহা বিপদে পড়েন শিশুটির বাবা-মা। বিষয়টি জানতে পারেন এলাকার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি বাবা-মাকে ডেকে ছেলের চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্যের আশ্বাস দেন। এককালীন আর্থিক সাহায্যও করেন। এরপর বিধায়ক এর প্রচেষ্টায় চিকিৎসার জন্য ঈশানকে ভর্তি করা হয় পিজি হাসপাতালে। সম্প্রতি সেখানে শল্য চিকিৎসকরা ইশানের মাথায় অপারেশন করেন। করোটিতে লাগানো হয় ধাতু প্লেট। অস্ত্রোপচার সফল হয় বলে জানান চিকিৎসকের। অস্ত্রোপচারের পর সুস্থ ঈশানকে নিয়ে বাড়ি ফিরেছেন বাবা-মা। ছেলে ঈশানকে সঙ্গে নিয়ে বিধায়কের সঙ্গে দেখা করে তাঁকে কৃতজ্ঞতা জানিয়েছেন মা হেনা বিবি।
সুস্থ শিশুটিকে বুকে জড়িয়ে আদর করে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, শিশুটিকে সুস্থ করার সম্পূর্ণ কৃতিত্ব পিজি হাসপাতালের চিকিৎসকদের। যাদের কারণে ছেলেটি নতুন জীবন ফিরে পেয়েছে। সরকারি হাসপাতালের পরিষেবা নিয়ে অনেকেই বিভ্রান্তি ছড়ান, এটা ঠিক নয়। ঈশানের সফল জটিল অপারেশন প্রমাণ করল সরকারি হাসপাতালেও আধুনিক চিকিৎসা হয় এই রাজ্যে। স্বাস্থ্য সাথী কার্ড থেকে চিকিৎসার জন্য প্রয়োজনীয় সাহায্য পেয়েছে শিশুটির পরিবের। সরকারি হাসপাতালেও জটিল চিকিৎসা হয়। বিনা খরচে চিকিৎসার সুযোগ মেলে। বিধায়কের সহয়তায় নতুন জীবন পাওয়া ঈশানের ক্ষেত্রে সেটাই দেখা গেল।
FREE ACCESS