কলকাতারাজনীতিরাজ্যের খবর

জন ভিত্তি বাড়াতে জন সংযোগে জোর লোকসভার লক্ষ্য ভেদে দিশা মমতার

The meeting will be held at the Chief Minister's house in Kalighat

The Truth Of Bengal : নবীন –প্রবীণের সমন্বয়েই তৃণমূল পরিবারকে একযোগে লড়াই করতে হবে।কোনও মতপার্থক্য চলবে না।প্রকাশ্য সভায় পুরনো ও প্রবীণ নেতাদের গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঃ২৪পরগনার দেগঙ্গার সভা থেকে এককাট্টা লড়াইয়ের বার্তাও দেন তৃণমূল সুপ্রিমো।এই অবস্থায় জেলায় জেলায় সংগঠনকে চাঙ্গা করার জন্য দলনেত্রী নানা গাইডলাইন দিয়েছেন।বীরভূমের মতোই উঃ২৪পরগনতাতেও গড়েছেন কোর কমিটি। সমন্বয়ের চলতি ধারা বজায় রেখেই চব্বিশের লড়াইতে নামার  এবার নির্দেশ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।বুধবার কালীঘাটে পঃমেদিনীপুরের জেলা নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।বৈঠকে হাজির ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক.অভিষেক বন্দ্যোপাধ্যায়।জেলা নেতাদের   চব্বিশে অলআউট ফাইটে নামার ওপর গুরুত্ব দেন  দলনেত্রী।ঠিক হয়েছে, সংগঠনকে শক্তিশালী করতে সর্বস্তরের নেতারা আলাোচনা করবেন।কোথায় সংগঠনের শক্তি বেশি,কোথায় রয়েছে দুর্বলতা তা খোঁজার চেষ্টা করতে নির্দেশ দেওয়া হয়েছে।সবকিছু ভুলে বিজেপিকে হারানোই যে যে এক –ওএকমাত্র লক্ষ্য হবে তাও স্পষ্ট করেছেন বিজেপি বিরোধী শিবিরের মুখ।মূলতঃ আরও জনসংযোগ বাড়িয়ে জনভিক্তি শক্তিশালী করাও  কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে জনমত গড়াই ফোকাস পয়েন্ট হয়ে উঠছে তৃণমূল শিবিরের কাছে।

২০১৯-এর লোকসভা আসনে জেলার দুটি লোকসভা আসনের মধ্যে ঘাটালে জেতে তৃণমূল।সাংসদ হন দেব।আর মেদিনীপুর সংসদীয় আসনে জেতেন বিজেপির দিলীপঘোষ।এবার দুটি আসনেই রেকর্ড মার্জিনে জয়ের জন্য ঝাঁপাতে চায় তৃণমূল কংগ্রেস।চব্বিশে ৪২-এ ৪২টি আসনেই লক্ষ্যভেদ করার জন্য তৃণমূল কংগ্রেস জেলা স্তরের নেতাদের নির্দেশ দিয়েছেন

জেলাভিত্তিক এই রাজনৈতিক কর্মপন্থার  বৈঠক থেকেই আগামীর লড়াইয়ের তাঁরা প্রেরণা পেয়েছেন বলে জানিয়েছেন মানস ভুঁইঞা।সহমতের ভিত্তিতে বিজেপি বিরোধী লড়াইয়ের আবহ বজায় রাখতে তৃণমূল কর্মীরা তৈরি হচ্ছে।সভা-সমিতি থেকে ডোর টু ডোর ক্যাম্পেন বা বুথ স্তরে সাংগঠনিক বৈঠক ও প্রচারে নজর দিতে চায় তৃণমূল পরিবার।এমনটাই স্পষ্ট করেছেন রাজ্যের শাসকদলের নেতারা।

FREE ACCESs

Related Articles