ভরল না সভাস্থল, জনজাতিদের শারুল উৎসবে গেলেন না শুভেন্দু, খোঁচা কুণালের
The meeting place was not full, Shuvendu did not go to the public festival, Khocha Kunal

The Truth Of Bengal : পুরুলিয়ার বান্দোয়ানের কেন্দাপাড়ায় চলছে জনজাতিদের শারুল উৎসব। সেই অনুষ্ঠানে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রধান অতিথি হিসেবে হাজির থাকার কথা ছিল। তবে অনুষ্ঠানে দশ হাজার লোকের আয়োজন থাকলেও সভাস্থলে উপস্থিত ছিল মাত্র আড়াইশো-তিনশো মানুষ। সভায় মাঠ না ভরার কারনে সভায় এলেন না শুভেন্দু। জানা যায়, স্থানীয় একটি হোটেলে বসে সভা ভরার অপেক্ষা করছিলেন শুভেন্দু। একটা সময় পর্যন্ত অপেক্ষা করেও সভাস্থল ভর্তি না হওয়ায় তিনি সেই হোটেল থেকেই ফিরে যান।
এই বিষয়টিকে নিজের এক্স হান্ডেলে তুলে ধরেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি কিছুটা খোঁচা মেরে ক্যাপশনে লেখেন, ” সভায় লোক নেই, দশ হাজারের আয়োজন, ছিল আড়াইশো থেকে সাড়ে তিনশো। বীণাপানি হোটেলে বসে বসে শেষে পালাল শুভেন্দু। শারুল উৎসবে যেতে চেয়েছিল ও। ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয়”।
আজ বান্দোয়ান।
সভায় লোক নেই, দশ হাজারের আয়োজন, ছিল 250-300. বীণাপানি হোটেলে বসে বসে শেষে পালাল শুভেন্দু। শারুল উৎসবে যেতে চেয়েছিল ও। ভূমিজ সমাজগুলি তাকে বয়কটের ডাক দেয়। @AITCofficial MP সামিরুল ইসলাম সমাজের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। তাঁরা @MamataOfficial র সঙ্গেই থাকবেন। pic.twitter.com/NKiytDDBgI— Kunal Ghosh (@KunalGhoshAgain) April 30, 2024
এদিন কুনাল দাবি জানিয়ে বলেন, তণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম দীর্ঘদিন ধরে অনগ্রসর শ্রেণির জন্য কাজ করছেন। তিনি ভূমিজ সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। জনজাতিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে।
কেন এই ঘটনা ঘটল? জানা যাচ্ছে, ভূমিজ সমাজের একটা শিবির শারুল উৎসবে আমন্ত্রণ জানিয়েছিল শুভেন্দু অধিকারীকে। জনজাতিদের এই উৎসব বরাবরই রাজনীতির ঊর্ধ্বে থাকে। এখন লোকসভা নির্বাচন চলছে, এমন আবহে বিজেপি নেতাকে আমন্ত্রণ জানানোকে কেন্দ্র করে ভূমিজ সমাজের মধ্যে অসন্তোষ দেখা দেয়। শারুল উৎসবের রাজনীতিকরণের প্রয়াস রুখতে সভাস্থল ভরাননি ভূমিজ সম্প্রদায়ের মানুষ। তাই বাধ্য হয়ে ফিরে যেতে হয় শুভেন্দুকে।