রাজ্যের খবর

কথা দিয়ে কথা রাখায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন চালসার স্থানীয়রা

The locals of Chalsa thanked the Chief Minister for keeping his word

The Truth Of Bengal : জলপাইগুড়ি : উত্তরবঙ্গের লোকসভা ভোটের প্রচারে এসে চালসার একটি বেসরকারি হোটেলে দুই দফায় টানা ১১ দিন ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সময় তিনি চালসা গৌরিগাওয়ের মার্সি ফেলোশিপ চার্চে গিয়ে ডুয়ার্সের বিভিন্ন চার্চের ফাদার ও প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। হোটেল থেকে পাহাড়ি বেহাল রাস্তায় ওই চার্চে পৌঁছায় মুখ্যমন্ত্রীর কনভয়। ওই সময় চার্চের তরফে রাস্তা সংস্কারের আবেদন মুখ্যমন্ত্রীকে জানানো হয়।

আর অবশেষে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন পাশের জেলা কোচবিহারে রয়েছেন সেসময় ওই রাস্তার কাজের সূচনা করা হলো। এদিন ফিতে কেটে ওই রাস্তার কাজের সূচনা করা হয়। রাস্তা সংস্কারের এই কাজের জন্য জনপ্রতিনিধি সহ স্থানীয় বাসিন্দারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। চালসা – মেটেলি রাজ্য সড়ক থেকে গৌরিগাওয়ের ওই চার্চ পর্যন্ত এই রাস্তার সংস্কার হবে বলে জানা গেছে। এই দিনের এই রাস্তার কাজের সূচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাটিয়ালী বাতাবারি ১ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা মিঝার, উপ প্রধান ইগনিস টিগ্গা, তৃণমূলের ১ নং অঞ্চল সভাপতি দীপক ভুজেল সহ অন্যান্যরা।

Related Articles