রাজ্যের খবর
মহেশতলার এক বাড়ির দোতলা থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার
The hanging body of a young man was recovered from the second floor of a house in Maheshtla

Truth Of Bengal: মহেশতলা পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের দৌলতপুর নতুন পাড়ায় বাড়ির দোতলার উপরে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তড়িঘড়ি ছুটে গিয়ে গলার দড়ি খুলে নামিয়ে আনে, কিন্তু তার কোন সাড়া পাওয়া যায়নি। তারপর মহেশতলা থানায় খবর দেয় স্থানিয়রা। মহেশতলা থানার পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। দেহ উদ্ধার করে পাঠানো হয় বেহালার বিদ্যাসাগর হাসপাতালে। চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে ওই যুবককে ।
মৃত যুবকের নাম শেখ ইস্তাক, বয়স ৩২, পরিবারে স্ত্রী ও এক ছোট্ট সন্তানকে নিয়ে বসবাস করতেন। সূত্র মারফত জানা যায়, এই যুবক সারারাত বাড়ি ফেরেনি ভোরে বাড়ি ফিরে দোতলার উপরে উঠে গলায় ফাঁস দিয়েছে। তবে কি কারণে আত্মহত্যা করলেন এই যুবক? পারিবারিক অশান্তি নাকি অন্য কিছু! গোটা বিষয়টি তদন্ত করছে মহেশতলা থানার পুলিশ।