শিলিগুড়ি মহকুমার হাউদাভিটায় পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
The hanging body of a panchayat member was found in Haudavita of Siliguri subdivision

Truth Of Bengal : বিশ্বজিৎ সরকার, শিলিগুড়ি : শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের হাউদাভিটা এলাকা থেকে ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়াল গোটা এলাকায়। মৃতের নাম সঞ্জীব রায়। সে হাউদাভিটা এলাকার বাসিন্দা ছিলেন এবং ঘোষপুকুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য ছিলেন।
জানা গিয়েছে গতকাল অর্থাৎ বুধবার রাতে পরিবারের সদস্যদের সঙ্গে খাওয়া দাওয়া করে নিজের ঘরে ঘুমোতে যান। এরপর যেদিন সকালে স্থানীয় ও পরিবারের সদস্যরা বাড়ির পাশে চা বাগানে গাছের মধ্যে ওই ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। এই দেখে তড়িঘড়ি স্থানীয়রা খবর দেন পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরিবার সূত্রে জানা গিয়েছে পারিবারিক কোনো সমস্যা ছিল না এবং রাজনৈতিকভাবেও কোন সমস্যা ছিল না তবে কি কারনে এরকম ঘটনা ঘটালো তা আমরা কেউ বুঝতেই পারছি না। এর পাশাপাশি আরও বলেন যে এলাকায় বেশ নাম ছিল। পুলিশ সূত্রে খবর ইতিমধ্যে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এবং গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।