রাজ্যের খবর

যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন নিয়ে মুখ খুললেন রাজ্যপাল

The Governor opened his mouth about the convocation of Jadavpur University

The Truth Of Bengal : যাদবপুর বিশ্ববিদ্যালয় সমাবর্তন নিয়ে মুখ খুললেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। এদিন রাজ ভবনে সাংবাদিক দের মুখোমুখি হয়ে তিনি জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়র সমাবর্তন বেআইনি এবং অননুমোদিত । কিন্তু ছাত্রছাত্রীদের ডিগ্রি নিয়ে সমস্যা না হয় । তার জন্য আমি আইনি পরামর্শ নিয়েছি। আইন মেনেই ব্যাবস্থা গ্রহন করা হবে বলে সাফ জানিয়ে দিলেন রাজ্যপাল ও আচার্য্য সি ভি আনন্দ বোস। যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য অভিযোগ পেয়েছি। তিনি প্রলুব্ধ হয়ে পড়েছেন বলে অভিযোগ রাজ্যপালের। তিনি বলেন যে তাকে ইতিমধ্যে সরানো হয়েছে।

এদিন প্রশ্ন তুলে তিনি বলেন যে কারা বলছে যে ৬ মাস হয়ে যাওয়া উপাচার্য কাজ করতে পারে না। এটা কি আইন প্রশ্ন রাজ্যপালের। তিনি এদিন পরিষ্কার জানিয়ে দেন কারোর ইচ্ছা আমার উপরে চাপানো যাবে না। তিনি বলেন যেহুতু উপাচার্য কে সরিয়ে দেওয়া হয়েছে। তাই ছাত্রদের সনদ এখন পর্যন্ত অবৈধ রয়েছে। তার আশ্বাস যে ছাত্রছাত্রী দের জন্য কি করা যায়। তার জন্য সমস্ত রকমের চেষ্টা করছি বলে জানান সি ভি আনন্দ বোস। এদিন রাজ ভবনে তিনি বলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়র ক্ষেত্রে করো কারোর অবাঞ্ছিত হস্তক্ষেপের জন্য ছাত্রছাত্রীরা ভুক্তভোগী হচ্ছেন। তিনি আর একবার জোর দিয়ে বলেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সম্পূর্ন ভাবে বেআইনি এবং অননুমোদিত। ফলে ছাত্রদের ডিগ্রি অবৈধ হয়ে গেছে। একজন আচার্য্য হিসাবে আমি এই ক্ষেত্রে মামলা করতে পারি এবং জিততে পারি বলে আশা বেক্ত করলেন আচার্য্য সি ভি আনন্দ বোস।

তবে সেটা আমার উদ্দেশ্য নয় বলেও জানান তিনি। আমি আচার্য্য হিসাবে আমি আমার ক্ষমতা ভয়ভীতির উপরে উঠে প্রণয়ন করব বলে হুশিয়ারি রাজ্যপাল সি ভি আনন্দ বোসের। এখানে কেউ কোনো রকমের হস্তক্ষেপ করতে পারবে না বলে সাফ জানিয়ে দিলেন তিনি। সি ভি আনন্দ বোস এদিন পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন যে আমি চাইনা যে প্রলুব্ধ একজন উপাচার্য ছাত্রছাত্রী দের ডিগ্রি দিক। তাই আমি অনুমতি দিলাম না বলে জানলেন তিনি। এদিন তিনি একেবারে জোর দিয়ে বলেন যে আমি যা করেছি একেবারে ঠিক করেছি বলে দাবি আচার্য্য ও রাজ্যপাল সি ভি আনন্দ বোসের।

 

FREE ACCESS

Related Articles