ওয়ানাডে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফেরাতে তৎপর সরকার
The government is eager to return the migrant workers stuck in Wayanad to Bengal

The Truth Of Bengal: রাজ্যের ২৪২ জন পরিযায়ী শ্রমিক আটকে রয়েছে ওয়ানাডে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই শ্রমিকদের রাজ্যে ফেরাতে নবান্নে যুদ্ধকালীন তৎপরতা। এখনো পর্যন্ত ১৫৫ জন পরিযায়ী শ্রমিকের সাথে রাজ্য যোগাযোগ করতে সফল হয়েছে। আজ রাতের মধ্যেই বাকিদের সাথেও যোগাযোগ করবে বলে আশাবাদী রাজ্য সরকার। আটকদের মধ্যে বেশিরভাগই পূর্ব-পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও বীরভূম এলাকার বাসিন্দা এমনটাই জানা গিয়েছে। শুক্রবার বিধানসভায় মন্ত্রী মলয় ঘটক জানিয়েছেন, বঙ্গ সরকার সমস্ত দিক থেকে পরিযায়ী শ্রমিকদের খোঁজ রাখছেন।
প্রসঙ্গত, ওয়ানাডে গ্রামের পর গ্রাম মাটির তলায় তলিয়ে গিয়েছে। এনডিআরএফ সহ ভারতীয় সেনা যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো এই ঘটনার দু’দিন পর ক্ষয়ক্ষতির স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে। মঙ্গলবার দিন পার্বত্য এলাকা ওয়ানাডে হঠাৎ প্রবল ভূমিধ্বস নামে। এঘটনায় এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ২৯১ জনে পৌঁছেছে। প্রায় ২০৬ জন মানুষের কোন খোঁজ পাওয়া যায়নি। RISAT স্যাটেলাইটর এবং ইসরোর উন্নত কার্টোস্যাট ৩ অপটিক্যাল স্যাটেলাইট এর সাহায্যে হায়দরাবাদের ন্যাশনাল রিমোট সেন্সিং সেন্টার এই ভূমিধ্বসে ক্ষয়ক্ষতির হিসাব করেছে।